ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন বলে মজা নিয়েছেন এলন মাস্ক
আজ দিনের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের চমকে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক। এক টুইট বার্তায় ম্যানইউ ক্লাবটি কেনার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের এই প্রধান নির্বাহী। তবে ঘোষণাটি স্রেফ মজা করেই দিয়েছেন এলন মাস্ক। প্রিমিয়ার লিগের কোনো ক্লাব কিনছেন না তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সামাজিক যোগাযোগেরমাধ্যম টুইটারে এক বার্তায় আজ বুধবার সকালে এলন মাস্ক লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।’
মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে গেছে। খবরটি ছড়িয়ে গেছে ভক্তদের কাছে। এর পরেই রিটুইটে মাস্ক জানালেন, এটা স্রেফ মজা করে লিখেছেন তিনি।
মাস্ক লিখেছেন, ‘আমি কোনো ফুটবল ক্লাব কিনছি না। এটা টুইটারে একটা রসিকতা। অনেক দিন ধরেই এটা চলছে।’
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার।
এলন মাস্কের টুইটের পর গ্লেজার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক এলন মাস্ক। তাই তাঁর পক্ষে ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় নয়। তবে তিনি জানিয়ে দিয়েছেন, কোনো স্পোর্টস ক্লাব কিনছেন না তিনি।
তবে, আপাতত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার ব্যাপারে আইনি লড়াই লড়ছেন মাস্ক। টুইটার কিনে নিতে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু টুইটারে ফেক তথা ভুয়া প্রোফাইলের সংখ্যা বেশি অভিযোগ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছেন মাস্ক। যা নিয়ে মামলা চলমান।