মাইলস্টোন ট্র্যাজেডি : ম্যানচেস্টার ইউনাইটেডের শোক প্রকাশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। পাঁচদিন পার হয়ে গেলেও মৃত্যুর মিছিল এখনো থামছে না। এখন পর্যন্ত মারা গেছে ৩৫ জন, যার বেশিরভাগই শিশু। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এখনো অনেকে।
ভয়াবহ এই দূর্ঘটনায় শোক প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সামাজিক যোগাযোগমাধ্যমে গত এক পোস্ট দিয়ে তারা জানায়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আক্রান্ত সকলের প্রতি ভালোবাসা ও সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন।’
এর আগে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে কতালান ক্লাব বার্সেলোনা। ২৩ জুলাই বাংলাদেশে বার্সেলোনার অফিসিয়াল সমর্থকগোষ্ঠীকে (পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা) পাঠানো এক চিঠিতে তারা শোক প্রকাশ করে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের পর নিহতদের স্মরণে ট্রফি উৎসর্গ করেন বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলও জয়টাকে উৎসর্গ করে নিহদের স্মরণে। এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টির সময় শোক প্রকাশ করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। ব্যক্তিপর্যায়েও ক্রীড়াঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছে।