ম্যান ইউতে রোনালদোর থাকা নিয়ে অনিশ্চয়তা
গতকাল বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ম্যাচে সমতাসূচক গোলটি করেন। ম্যান ইউর হয়ে এমন অনেক সাফল্য পেয়েছেন ঠিক, তবে এই মৌসুমে দলটির হয়ে বড় কোনো অর্জন ঝুলিতে পুরতে পারেনি। তাই এখনই আলোচনা শুরু হয়ে গেছে রোনালদো আগামী মৌসুমে দলটিতে থাকবেন কি না।
গোল ডটকমের খবরে জানা গেছে, ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর নির্ভরশীল ছিল। অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক স্বীকার করেছেন, তিনি এখনও নিশ্চিত নন এই অভিজ্ঞ ফরোয়ার্ড আগামী মৌসুমে ক্লাবের সঙ্গে থাকবেন কি না।
এ ব্যাপারে রালফ রাংনিক বলেন, ‘ইউনাইটেডের সঙ্গে রোনালদোর আরও এক বছরের চুক্তি আছে। তবে রোনালদো আগামী মৌসুমে থাকবেন কি না, সেটা নিয়ে আমি, এরিক ও বোর্ডের সঙ্গে আলোচনায় বসব। রোনালদোর চুক্তি আরও এক বছর আছে। রোনালদো নিজে কি চায়, এখানে থাকতে চায় কি না, সেটাও গুরুত্বপূর্ণ। অবশ্য এরিকের সঙ্গে এখনো কথা বলার সুযোগ পাইনি। তাই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না।’
রালফ রাংনিক পরের মৌসুমে কোচ হিসেবে থাকবেন না। তিনি সরে যাচ্ছেন। তবে ম্যান ইউর পরামর্শকের ভূমিকায় থাকবেন। এরিক টেন হাগ দলটির নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন।