রাজনীতিতে আসছেন না সৌরভ
ক্রিকেট মাঠের অনেক তারকাই পরবর্তী সময়ে রাজনীতির মাঠে পা বাড়িয়েছেন। গুঞ্জন চলছিল ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং দেশটির ক্রিকেট বোর্ডপ্রধান সৌরভ গাঙ্গুলীকে নিয়েও। তবে সব গুঞ্জনে পানি ঢেলে দিলেন সৌরভ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে নাকি জানিয়েছেন, রাজনীতিতে আসছেন না তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আগামী ৭ মার্চ নরেন্দ্র মোদির জনসভা রয়েছে। সেখানে সৌরভ উপস্থিত থেকে বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা শুরু হয়। কিন্তু আপাতত এসব জল্পনা সত্য হচ্ছে না। সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম বলছে, রাজনীতিতে এখনই না আসার কথা বিজেপি হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন সৌরভ।
২০১৯ সালের অক্টোবরে বিজেপি সরকারের হাত ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হন সৌরভ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহকে সঙ্গে নিয়ে বোর্ড সামলাচ্ছেন তিনি। তাই ধারণা করা হচ্ছিল, রাজনীতিতেও দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলীকে। কিন্তু, এখনই সেটা হচ্ছে না।
অবশ্য রাজনৈতিক ইনিংস নিয়ে সৌরভ নিজে এখনও কোনো মন্তব্য করেননি। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পায়নি কলকাতার সংবাদমাধ্যমগুলো।