রোমাঞ্চ জাগিয়ে পারল না আয়ারল্যান্ড
লক্ষ্যটা ছিল বিশাল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততে হলে আয়ারল্যান্ডকে তাড়া করতে হতো ২২৬ রান। এই পাহাড়সম লক্ষ্য তাড়ায় আশা জাগিয়ে ফেলেছিল আইরিশরা। কিন্তু শেষ ওভারে এসে সমীকরণ মেলাতে পারল না। রোমাঞ্চ ছড়িয়েও শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে গেল আয়ারল্যান্ড।
ম্যালাহাইডে দ্য ভিলেজে গতকাল মঙ্গলবার রাতে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ৪ রানে হারিয়েছে ভারত। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারত।
এদিন আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২২৫ রান তোলে ভারত। দারুণ জুটি গড়ে রেকর্ড গড়েন দিপক হুদা ও সাঞ্জু স্যামসন। মাত্র ৮৭ বলে তারা গড়েন ১৭৬ রানের জুটি। যেটি টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় উইকেটে এটি সেরা জুটি।
এ ছাড়া এই ফরম্যাটে প্রথম সেঞ্চুরি করেন দিপক হুদা। ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে থামেন ১০৪ রানে। ৫৭ বলে তাঁর ইনিংসে ছিল ৬ ছক্কা ও ৯ চার।
রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ২২১ পর্যন্ত যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন বালবার্নি। ৪০ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে। ৩৯ রান করেন হ্যারি টেক্টর।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২২৫/৭ (স্যামসন ৭৭, ইশান ৩, দিপক ১০৪, সূর্যকুমার ১৫, পান্ডিয়া ১৩*, কার্তিক ০, আকসার ০, হার্শাল ০, ভুবনেশ্বর ১*; অ্যাডায়ার ৪-০-৪২-৩, লিটল ৪-০-৩৮-২, ইয়াং ৪-০-৩৫-২, ডেলানি ৪-০-৪৩-০, উলফার্ট ৩-০-৪৭-০, ম্যাকব্রাইন ১-০-১৬-০)
আয়ারল্যান্ড: ২০ ওভারে ২২১/৫ (স্টার্লিং ৪০, বালবার্নি ৬০, ডেলানি ০, টেক্টর ৩৯, টাকার ৫, ডকরেল ৩৪*, অ্যাডায়ার ২৩*; ভুবনেশ্বর ৪-০-৪৬-১, পান্ডিয়া ২-০-১৮-০, হার্শাল ৪-০-৫-১, বিষ্ণই ৪-০-৪১-১, উমরান ৪-০-৪২-১, আকসার ২-০-১২-০)
ফল: ভারত ৪ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ভারত ২-০তে জয়ী।