পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে তো ভারত?
ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বৈরথ নতুন কিছু নয়। রাজনৈতিক উত্তাপের জের ধরে দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় সিরিজও হয় না খুব একটা। স্রেফ আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই দুদলের মাঠের লড়াই দেশে ক্রিকেট বিশ্ব।
তবে, দেশ দুটি আয়োজক হলেও বিপত্তি বাধে নিরাপত্তা নিয়ে। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। এখন প্রশ্ন, ভারত কি যাবে পাকিস্তানের মাটিতে খেলতে?
এই প্রশ্ন যখন উঠেছে তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সচিব জয় শাহ। তাতে প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতেও যাননি রোহিত শর্মারা। তবে, এক দিনের বিশ্বকাপের সময় বাবর আজ়মদের ভারতে পাঠিয়েছিলেন পিসিবি কর্তারা। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন পিসিবি কর্তারা। স্বভাবতই প্রশ্ন উঠছে রোহিত, কোহলিদের কি আগামী বছর পাকিস্তানে পাঠাবে বিসিসিআই?
সচিব জয় বোর্ডের অবস্থান জানিয়ে দিয়ে বলেছেন, ‘এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনও নির্দিষ্ট অবস্থানও নেওয়া হয়নি। সময় এবং পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই দল পাঠানোর কথা ভাবব।’
ভারতীয় বোর্ডের এই অবস্থান উদ্বেগ বৃদ্ধি করছে পিসিবি কর্তাদের। সূত্রের খবর, আইসিসির কোনও প্রতিযোগিতায় ভারতীয় দল না থাকলে সমস্যায় পড়তে পারেন আয়োজকেরা। সমস্যা হতে পারে আইসিসিরও। কারণ আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং আইসিসিরও অধিকাংশ স্পনসর ভারতীয়। সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। সেটাই ভাবাচ্ছে আইসিসি এবং পিসিবি কর্তাদের।