শেষ পর্যন্ত ম্যান ইউ ছাড়বেন রোনালদো?
দলবদলের সময় শেষ হয়ে যাওয়ার পরও ক্রিস্টিয়ানো রোনালদো ওল্ড ট্র্যাফোর্ড থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী চ্যাম্পিয়নস লিগে খেলতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন।
শোনা গিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদে যেতে পারেন রোনালদো। অবশ্য দলটির সমর্থকরা রোনালদোর যাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
একটি প্রীতি ম্যাচ চলাকালীন একটি ব্যানারে সমর্থকরা লিখেছেন : ‘সিআর সেভেন স্বাগত নয়।’
৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড এ ব্যাপারে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি।
এখন প্রশ্ন হচ্ছে রোনালদো ম্যান ইউ ছাড়বেন কি না? তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। পর্তুগিজ তারকা রোমায় হোসে মরিনহোর অধীনে হয়তো খেলবেন না, আবার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তাঁকে নেবে কি না কিছুই নিশ্চিত নয়।
প্যারিস সেন্ট-জার্মেইতে তাঁর জন্য কোনো জায়গা নেই, লিওনেল মেসির সঙ্গে রোনালদোর খেলার সম্ভাবনা নেই। তবে অন্য বিকল্পগুলো খোলা রয়েছে। সাবেক জুভেন্টাস তারকা চাইলে নাপোলিতে এবং স্পোর্টিংয়ে যেতে পারেন হয়তো। কিন্তু এই দলগুলোর তাঁকে নেওয়ার সমর্থ্য আছে কি না সেটাই দেখার।
রোনালদো নিজেই নাকি জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর থাকার খবরটি ‘মিথ্যা’।
এক সময় চেলসি ও বায়ার্ন মিউনিখ রোনালদোকে নিতে আগ্রহ দেখালেও কেউই কোনো প্রস্তাব দেয়নি। এখন লিভারপুলের নাম শোনা যাচ্ছে।