৫ মাস সাইফউদ্দিনের খবর নেয়নি কেউ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/08/saifuddin.jpg)
চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে মোহাম্মদ সাইফউদ্দিন। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ধরেই পিঠের চোটে ভুগছেন তিনি। বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া কোনোটাই খেলা হয়নি তাঁর। এই সময়ে জাতীয় দলের কেউই নাকি খবর নেননি এই অলরাউন্ডারের।
লম্বা সময় পর মাঠের লড়াইয়ে ফিরেছেন সাইফউদ্দিন। কারণ সামনে তাঁর সামনে ঢাকা প্রিমিয়ার লিগ। মূলত প্রিমিয়ার লিগ দিয়েই মাঠে ফেরার মিশন শুরু করেছেন আবাহনীর এই ক্রিকেটার। তাই আপাতত জাতীয় দল নিয়ে ভাবছেন না এই অলরাউন্ডার।
প্রিমিয়ার লিগকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে আবাহনী লিমেটেড। দলের অনুশীলনে এসে সাইফউদ্দিন বলেন, ‘আপাতত লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। এখানে খেলে জাতীয় দলে যেতে হবে এমন কিছু ভাবিনি। যা হওয়ার হবে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই। ডিপিএলের পর আয়ারল্যান্ড সফর ছিল, ওটা এখন স্থগিত হয়ে গেছে। আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন চিন্তাভাবনা করব।’
সাইফউদ্দিন জানান গেল কয়েক মাসে কেউ তাঁর খবর নেয়নি, ‘গত সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্টের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব। এখন আবাহনীতে আছি, মনযোগ এখানেই।’
সাইফউদ্দিন আরো বলেন, ‘মানুষের জীবনে কখন কী ঘটে বলা মুশকিল। গত ৩-৪ মাস পিঠের চোট নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অনেক চেষ্টা করে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছি। এখন একটু ভালো। আমরা পেস বোলার যারা আছি, সিলি একটা ভুলের কারণে চোট লেগে যেতে পারে। গ্যারান্টি দিয়ে বলতে পারব না। কাল আমার জীবনে কী হবে জানি না। এখানে কারো হাত নেই। কেউ জোর গলায় বলতে পারবে না আমার চোট হবে না।’