করুন নায়ারের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি
এর আগে খেলেছেন মাত্র দুটি টেস্ট। সেঞ্চুরি তো দূরের কথা, একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি। ভারতীয় ব্যাটসম্যান করুন নায়ারের এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ১৩ রান। সেই তিনিই কি না তৃতীয় টেস্টে এসে করে ফেললেন ইতিহাস গড়া একটি ট্রিপল সেঞ্চুরি!
খবরটা বিস্ময় জাগানিয়া হলেও সত্য। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে নিজের প্রথম সেঞ্চুরিটাকে স্মরণীয় করে রাখলেন ট্রিপলে রূপ দিয়ে। ক্রিকেট ইতিহাসে তিনি তৃতীয় ব্যাটসম্যান যিনি এই কীর্তি গড়েছেন।
এরআগে কিংবদন্তি গ্যারি সোবার্স ও বব সিম্পসন এই কীর্তি গড়েছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সিম্পসন ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। সেটি ছিল ৩১১ রানের। আর ওয়েস্ট ইন্ডিজের সোবার্স করেছিলেন ৩৬৫ রান, ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে।
নায়ারের এই ট্রিপল সেঞ্চুরি ভারতীয় দলের হয়েও তৃতীয়। এর আগে করা দুটি ট্রিপল সেঞ্চুরির দুটিই করেছেন বীরেন্দর শেবাগ।
নায়ারের ট্রিপল সেঞ্চুরির পর ভারত প্রথম ইনিংস ঘোষণা করে। বিরাট কোহলির দল করে সাত উইকেটে ৭৫৯ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক