শেষটাও হতাশার সিদ্দিকুরের
বাংলাদেশের গলফারদের হতাশাজনক পারফরম্যান্স দিয়েই শেষ হয়েছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’। আগের তিন রাউন্ডের মতো শেষ রাউন্ডেও হতাশ করেছেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চার রাউন্ড মিলে পারের চার শট বেশি খেলে ৩৮তম হয়েছেন দুটি এশিয়ান ট্যুর জয়ী এই বাংলাদেশি গলফার।
সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে ৩৮তম হয়েছেন বাংলাদেশের দুই গলফার দুলাল হোসেন ও দিল মোহাম্মদ।
অবশ্য বাংলাদেশের গলফারদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন শাখাওয়াত সোহেল। তিনি হয়েছেন ১৯তম। ‘কাট’ পার হওয়া স্বাগতিক অন্য দুই গলফার সজীব আলী ৬৩তম এবং নূর জামাল ৬৮তম হন।
সিঙ্গাপুরের মর্দান মামাত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। চার রাউন্ড মিলে পারের ১৪ শট কম খেলে এই শিরোপা জেতেন তিনি।