মুস্তাফিজের বদলে একাদশে তাসকিন
চলমান নিউজিল্যান্ড সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখন পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারেনি মাশরাফি-সাকিবরা। দলের এই ব্যর্থতার চেয়েও আলোচিত বিষয় হচ্ছে পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে। পিঠে হালকা ব্যথা অনুভব করছেন তিনি। তাই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না কাটার-মাস্টারের।
আগামীকাল রোববার মাউন্ট মঙ্গানুইতে অনুষ্ঠেয় এই ম্যাচে মুস্তাফিজের জায়গায় একাদশে খেলতে পারেন আরেক তরুণ পেসার তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসার ওয়ানডে সিরিজে খেললেও এখনো এই সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেননি।
তাসকিনকে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে। মূলত সে কারণেই টি-টোয়েন্টিতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অবশ্য এখন মুস্তাফিজ খেলছেন না বলেই আবার তাঁকে দলে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আগামীকাল শেষ টি-টোয়েন্টির একাদশে এই একটি ছাড়া দলে পরিবর্তন আনার খুব একটা সম্ভাবনা নেই। দ্বিতীয় ম্যাচের দলের বাকি ১০ জন থাকছেন এই ম্যাচের একাদশে।
এবারের সিরিজে টেস্ট অভিষেক হতে পারে তাসকিনের। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম টেস্ট হবে ১২-১৬ জানুয়ারি, ওয়েলিংটনে। আর ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ২০-২৪ জানুয়ারি। আর আগামীকাল রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি, মাউন্ট মঙ্গানুইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
তৃতীয় টি-টোয়েন্টির সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

ক্রীড়া প্রতিবেদক