আয়ারল্যান্ডকে যত রানের মধ্যে রাখতে চায় বাংলাদেশ
সিলেটের উইকেট সবসময়ই ব্যাটারদের জন্য সহায়ক থাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবুও সিলেটে প্রথম দিনটা বাংলাদেশেরই বলা যায়। প্রথম দিনে বাংলাদেশ তুলে নিয়েছে ৮ উইকেট। আর আইরিশরা তুলেছে ২৭০ রান। শেষ বিকেলে বেশ ভালো করেছেন বোলাররা। বিশেষ করে স্পিনাররা।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার হাসান মাহমুদ। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল ঠিক কত রানের মধ্যে আটকে রাখতে চান আয়ারল্যান্ডকে।
সেই প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন, ‘ব্যাটিং উইকেট হিসেবে ৩০০ রান বেশি বলবো না আমি। তবে আমরা চেষ্টা করছি যেন আরও কম রাখা যায়, ইকোনোমিকাল করা যায়। এখন রানরেট ৩ করে আছে, এটা ব্যাটিং উইকেটে স্বাভাবিক।’
টাইগার পেসার হাসান মাহমুদ মনে করেন, বাংলাদেশ এখন ভালো অবস্থানেই আছেন। আগামীকাল সকালে দ্রুতই আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নিতে চান। তিনি বলেন, ‘আমরা খুবই ভালো একটা পজিশনে আছি এখন। কাল শুধু সকালবেলা তাড়াতাড়ি ওদের উইকেট নিতে হবে। ওদের ব্যাটিং অর্ডার হিসেবে রান খুব বেশি না। আশা করি আমরা এটা চেজ করে আবার ভালো একটা কামব্যাক করব।’
সিলেটের উইকেট নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আর যদি আমরা বোলিংয়ের কথা বলি, আমরা অনেক ডিসিপ্লিনড বোলিং করেছি। ইকোনমি মানে বোলিং রানরেট এখনও তিনের নিচে আছে। আমার মনে হয় খুব ভালো আজকের দিনটা আমরা শেষ করেছি।’
সিলেটে বাংলাদেশ দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। হাসান মাহমুদের সঙ্গে বাকি পেসার নাহিদ রানা। টেস্ট ম্যাচেও বেশ গতিতেই বল করেছে নাহিদ রানা। দুই পেসার জুটি বেধে আইরিশ ব্যাটারদের বিপাকেও ফেলেছিলেন।
নাহিদের সঙ্গে বোলিং করা নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘নাহিদের সাথে বোলিং করে আমি খুবই আনন্দ পাই। সে অনেক দ্রুত বোলিং করে, আমিও একটু ইন্সপায়ার্ড হই ওর থেকে। আর আমি চেষ্টা করি যে জুটি বেঁধে বোলিং করার। সে যখন বোলিং করে তাকে আইডিয়া দেওয়া বা তার কাছ থেকে আইডিয়া নেয়া যে কি কন্ডিশন এখন উইকেটের পরিস্থিতি কেমন, কোন জায়গায় বোলিং করাটা সবচেয়ে ভালো, কোন লেংথটা পিক করতে হবে।’

স্পোর্টস ডেস্ক