দিনটা বাংলাদেশের ব্যাটসম্যানদের : ওয়াগনার

ওভারের পর ওভার বল করে চলেছেন নিউজিল্যান্ডের বোলাররা। আর তামিম-মনিমুল সেগুলোকে অবলীলায় সীমানা ছাড়া করেছেন। গতি ও সুইংয়ে পরাজিত হয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের শর্ট বলে পরীক্ষা নিতে চেয়েছেন ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনাররা। সেখানেও সফল হতে পারেননি তাঁরা। প্রথম দিন মাত্র চল্লিশ ওভার খেলা হয়েছে তবে এই সময়টায় কিউই বোলারদের দারুণ পরীক্ষা নিয়েছেন তামিম ও মমিনুল হক।
তামিম তো নির্দয়ের মতো ব্যাট চালিয়েছেন বোল্টদের ওপর। ৫৬ বলে ৪৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। মমিনুলের ৬০ রানের ৪৬ রানই এসেছে চার-ছয় থেকে। এ থেকেই বোঝা যায়, স্বাগতিক বোলারদের ওপর কতটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এই দুজন। বিষয়টা মেনে নিয়েছেন নেইল ওয়াগনারও। এই কিউই বোলার মনে করছেন, ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। বিশেষ করে মমিনুলকে প্রশংসায় ভাসালেন কিউই পেসার। তিনি বলেন, ‘দারুণ খেলেছে সে। আমাদের তেমন কোনো সুযোগ দেয়নি।’ সঙ্গে সঙ্গে প্রচ্ছন্ন একটা হুমকিও দিয়ে রাখলেন ওয়াগনার, ‘আজ সে ভালো খেলেছে তবে কাল আমাদের আরো ভালো করতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুলের রেকর্ডটা দুর্দান্ত। এর আগের দুটি টেস্টে ৩৭৬ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। গড়টা রীতিমতো ঈর্ষা-জাগানিয়া, ১৮৮! ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে দুটি শতক রয়েছে মুমিনুলের, সর্বোচ্চ ১৮১। এটা জানতেই ওয়াগনার বলেন, ‘সে সম্ভবত আমাদের বিপক্ষে খেলতে খুব ভালোবাসে।’ সর্বশেষ বাংলাদেশ সফরের কথা স্মরণ করে ওয়াগনার বলেন, ‘আগেরবারের চেয়ে সে খুব একটা বেশি বদলায়নি। সেবার আমাদের বিপক্ষে অনেক রান করেছিল সে।’
তবে বাংলাদেশের সফলতার পেছনে নিজেদের ব্যর্থতাকেও কারণ হিসেবে দাঁড় করিয়েছেন এই বাঁ-হাতি বোলার। তিনি বলেন, ‘আজ দিনটা বাংলাদেশের ছিল। আমরাও ভালো বল করেছি। তবে তারা যখন জুটি গড়ছিল সেই সময়টাতে উইকেট নিতে পারিরি আমরা।’ তামিমের প্রশংসায় ওয়াগনার বলেন, ‘আমাদের কোনো রকম সুযোগ দেয়নি সে। তার ইনিংসটাই আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে।’ প্রথম দিন না পারলেও দ্বিতীয় দিনটা আরো ভালো কাটাতে চান এই পেসার, ‘ম্যাচে ফিরতে হবে আমাদের। কাল প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। সকালে উইকেট পেলে ওদের চাপে ফেলা সম্ভব।’