দারুণ একটি রেকর্ডও গড়লেন সাকিব-মুশফিক

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের কন্ডিশনে টেস্ট ক্রিকেটে ভালো কিছু করা দুর্বোধ্যই মনে হয়েছিল। অথচ সিরিজের প্রথম টেস্টেই কি না বাংলাদেশ দারুণ আধিপত্য দেখাচ্ছে। প্রতিপক্ষ বোলারদের রীতিমতো হতাশা উপহার দিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বছরের শুরুতে দুজনেই টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। আর সাকিব তো সেটিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে গেছেন।
সাকিবের এটি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। হয়তো মুশফিকও পারতেন আরেকটি ডাবল সেঞ্চুরি উপহার দিতে। কিন্তু ১৫৯ রানে থেমে গেল তাঁর ইনিংস। ট্রেন্ট বোল্টের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তবে সাকিব-মুশফিক দুজনে মিলে দারুণ একটি কীর্তি গড়লেন। বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তাঁরা।
ওয়েলিংটনে এই টেস্টে সাকিব-মুশফিক পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েন। তামিম ইকবাল-ইমরুল কায়েসের ৩১২ রানের জুটিকে পেছনে ফেলেন তাঁরা। তা ছাড়া টেস্ট ইতিহাসের পঞ্চম উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ এটি।
এদিনের ডাবল সেঞ্চুরি সাকিব তাঁর ব্যক্তিগত ঝুলিটাকে আরো সমৃদ্ধ করেছেন। টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর মোট সংগ্রহ এখন ৩,১৪৬ রান।
সাকিব-মুশফিকের সাফল্যে বাংলাদেশ এই টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় সংগ্রহ গড়েছে। সাত উইকেট হারিয়ে তারা করেছে ৫৪২ রান। অবশ্য এখনো ইনিংস ঘোষণা করেনি তারা।
শুধু একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিই নয়, দুটি হাফ সেঞ্চুরিও করেছেন দুজন। তামিম ৫৬ ও মুমিনুল ৬৪ রান করেন।