শুভাশীষ পেলেন প্রথম টেস্ট উইকেট
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/15/photo-1484437145.jpg)
কিউই ব্যাটসম্যান কলিনকে আজীবন মনে রাখবেন পেসার শুভাশীষ রায়। আর রাখবেন না কেন! টেস্টে কলিনই যে তাঁর প্রথম শিকার।
টেস্ট খেলতে এসে কলিন যেভাবে চার-ছয় পেটানো শুরু করেছিলেন, শুরুতে তাঁকে ফেরাতে পেরে স্বস্তি পেয়েছেন শুভাশীষ, স্বস্তি পেয়েছে বাংলাদেশ। দলীয় ৯৮তম ওভারের চতুর্থ বলে ইমরুল কায়েসের ক্যাচ বানিয়ে আউট করেন এই তরুণ পেসার। ১৬ বল খেলে ১৪ রান করেন কলিন। এর মধ্যে একটি ছয় ও একটি চারের মার।
এর আগে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনের সকালে স্বাগতিক নিউজিল্যান্ড প্রতিপক্ষ বোলারদের সতর্ক মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু দলীয় ৩৪৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারিয়ে বসে তারা। বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ফেরান হেনরি নিকোলসকে।
৯৪তম ওভারের তৃতীয় বলে সাকিবের বলে নিকোলস স্লিপে মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তখন তাঁর সংগ্রহ ছিল ৫৩ রান। তিনি ১৩৫ বল খরচ করেন।
এর অল্প কিছুক্ষণ পর ফিরে যান কলিনও। তাঁকে সাজঘরে ফেরত পাঠান শুভাশীষ।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড ১০৫ ওভারে ৩৯১ রান করেছে পাঁচ উইকেট হারিয়ে। ওপেনার টম ল্যাথাম ১৭৫ রানে অপরাজিত রয়েছেন। অন্য পাশে থাকা বিজে ওয়াটলিং করেছেন ১০ রান।
এখন পর্যন্ত কিউইদের পড়া পাঁচ উইকেটের দুটি পেসার কামরুল ইসলাম রাব্বির, অন্য তিনটি অভিষিক্ত পেসার তাসকিন আহমদ, শুভাশীষ রায় ও বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের। অবশ্য আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ এখনো কোনো উইকেট পাননি।
এর আগে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি (২১৭), মুশফিকুর রহিমের সেঞ্চুরির (১৫৯) ওপর ভর করে বাংলাদেশ ৫৯৫ রান করেই ইনিংস ঘোষণা করে।
অবশ্য এর আগে শুক্রবার ঘটনাবহুল একটি দিন পার করেছিল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় দিনে বেশ কিছু অর্জনের মধ্য দিয়ে সাকিব-মুশফিকরা নিজেদের ঝুলিটাকে সমৃদ্ধ করেছিল। সে ধারাবাহিকতায় চতুর্থ দিনে কেমন করে সফরকারীরা সেটাই এখন দেখার।