বিসিএলে নেই আশরাফুল-সানি!
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দয়ে দীর্ঘ ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর আগস্টে মাঠে ফিরলেও এখনো সব ধরনের ক্রিকেটে খেলার অনুমতি পাননি মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া প্রথম শ্রেণির ফ্রাঞ্চাইজ-ভিক্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার অনুমতি মেলেনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের।
আজ শনিবার মাঠে গড়িয়েছে বিসিএল। এই আসরে আশরাফুল ছাড়াও নাম নেই এক তরুণীর দায়ের করা মামলায় আটক বাঁহাতি স্পিনার আরাফাত সানিও।
তালিকায় নাম থাকলেও খেলার সুযোগ ছিল না আরাফাত সানির। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গত রোববার তাঁকে ঢাকার আমিনবাজার থেকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। এরপর একদিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী আরাফাত সানির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন তরুণীর দাবি, জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক রয়েছে। তা ছাড়া ফেসবুকে কিছু আপত্তিকর ছবি আপলোড করেছেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা করেন তিনি।
আরাফাত সানি এখনো কারাগারেই আছেন, তাই মাঠে নামার কোনো সুযোগ নেই। আশরাফুলের অবশ্য ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠে নামতে পারছেন না বিসিবির নিষেধাজ্ঞার কারণে। অবশ্য কিছুদিন আগে জাতীয় লিগে খেলেছিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজ-ভিত্তিক টুর্নামেন্ট এবং জাতীয় দলের হয়ে খেলার অনুমতি এখনো পাননি তিনি।