দীপ্ত টেলিভিশনে বাংলাদেশ-ভারত টেস্ট
বাংলাদেশ-ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্ট বলে কথা, সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের কয়েকটি চ্যানেল আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত এই সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে দীপ্ত টেলিভিশন চ্যানেল।
আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে হবে এই টেস্ট। ম্যাচটি সরাসরি সম্প্রচারের পাশাপাশি এই টেস্ট নিয়ে দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন থাকছে। ম্যাচ শুরুর আগে এবং মধ্যাহ্ণভোজের সময় থাকবে বিশেষ আলোচনা অনুষ্ঠান।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, ফারুক আহমেদ ও হাবিবুল বাশার সুমনসহ বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার এই আলোচনায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছে দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষ। এই আলোচনা অনুষ্ঠানে অস্ট্রেলিয়া থেকে স্কাইপিতে সরাসরি যোগ দেবেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন দীপ্ত টেলিভিশনের স্পোর্টস এডিটর অঘোর মণ্ডল। এ ব্যাপারে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সরাসরি সম্প্রচারের পাশাপাশি আলাদা কিছু আয়োজন থাকছে আমাদের। দর্শকদের আগ্রহের কথা চিন্তা করেই আমাদের আয়োজনগুলো সাজানো হবে।’
টেস্ট ক্রিকেটে অভিষেকের ১৬ বছর পর ভারতে টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
অবশ্য কয়েক বছর ধরে গাজী টেলিভিশন, মাছরাঙা ও চ্যানেল নাইন বাংলাদেশের খেলাগুলো সম্প্রচার করে আসছিল। এবার নতুন করে দায়িত্ব পেল দীপ্ত টেলিভিশন।

ক্রীড়া প্রতিবেদক