রিয়ালের জয়ের রাতে রোনালদোর গোল

দুই বছর ধরে স্প্যানিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। মাঠে থেকেই মেসিদের হাতে শিরোপা উঠতে দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার লিগ শিরোপা পুনরুদ্ধার করতে চায় রিয়াল মাদ্রিদ। মৌসুমের এখনো অনেক ম্যাচ বাকি। তবে রোনালদো ও তাঁর সতীর্থরা যেভাবে ছুটছেন, তাতে করে এই মৌসুমে শিরোপাটা রোনালদো-রামোসদের হাতে ওঠার সম্ভাবনাই বেশি।
গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ওসাসুনাকে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোসরা। ৩-১ গোলের জয়ের রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রোনালদোরা। রিয়ালের জয়ের রাতে গোল করেছেন রোনালদো, ইসকো ও ভাসকেস। ওসাসুনার মাঠে শনিবার রাতে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। তবে সার্জিও লেওনের গোলে সমতায় ফেরে ওসাসুনা। দ্বিতীয়ার্ধে ইসকো ও লুকাস ভাসকেসের গোলে জয় নিয়েই মাছ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে ১৮তম মিনিটে দারুণ এক আক্রমণ করে বসে ওসাসুনা। তিয়েনসার জালে ঢাকার আগমূহূর্তে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। তবে ২৪তম মিনিটে ঠিকই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার দারুণ এক পাসে গোল করেন রোনালদো। এবারের লিগে এটি তার ১৪তম গোল। সুয়ারেজ ১৮ ও মেসি ১৭ গোল নিয়ে রোনালদোর সামনে রয়েছেন।
সমতায় ফিরতে সময় নেয়নি স্বাগতিকরা। ৩৩তম মিনিটে রাফায়েল ভারানে ও সার্জিও রামোসকে কাটিয়ে নাভাসের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন সার্জিও লেওন। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে ওসাসুনাকে চেপে ধরে রিয়াল। ৬২ মিনিটে রিয়ালকে ম্যাচে এগিয়ে দেন ইসকো। আর অতিরিক্ত সময়ে ওসাসুনার কফিনে শেষ পেরেকটি মারেন ভাসকেস।
এই জয়ে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল রিয়াল। দুই ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট কম নিয়ে রোনালদোদের পেছনেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।