‘সাকিব এখন অনেকটাই পরিণত’

বিতর্ক আর সাকিব আল হাসান, এক সময় অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিল। এর জন্য বহু অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। খেলা চলার সময় অশোভন অঙ্গভঙ্গি করা, গ্যালারিতে গিয়ে দর্শক পেটানো এবং বিসিবিকে না জানিয়ে বিদেশের লিগে খেলতে যাওয়া। এর জন্য কয়েকবার নিষিদ্ধও হয়েছিলেন সাকিব।
সাকিব একবার ছয় মাস সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন। সেবার দেশের বাইরের লিগেও দেড় বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এখন শুধু আচরণেই নয়, খেলায়ও অনেক পরিণত হয়েছেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক সাকিব নিজেকে অনেকখানি বদলেছে, তার আচরণে লক্ষণীয় উন্নতি হয়েছে। অবশ্য এর আগে সাবিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় অন্য ক্রিকেটাররাও অনেক সতর্ক হয়েছে।’
শৃঙ্খলার ব্যাপারে বিসিবি খুবই সতর্ক বলে জানান তিনি, ‘ক্রিকেটারদের শৃঙ্ক্ষলার ব্যাপারে আমরা সবসময়ই সতর্ক। গত বিপিএলে আমরা সাব্বির রহমানকে মোটা অঙ্কের জরিমানা করেছি। এই ধারাবাহিকতা আমরা সব সময় বজায় রাখতে চাই।’