কোহলির নেতৃত্বে নতুন উচ্চতায় ভারত

প্রায় প্রতি ম্যাচেই অসাধারণ ব্যাটিং করে নিজেকে ক্রমাগতই নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষেও দ্বিশতক করে নতুন রেকর্ড গড়েছেন কোহলি। অধিনায়ক হিসেবেও কিন্তু বাজিমাত করেই চলেছেন এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তাঁর নেতৃত্বে ভারও উঠেছে নতুন উচ্চতায়।
এখন পর্যন্ত ভারতকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়ে কোহলি হারের মুখ দেখেছেন মাত্র দুটিতে। ভারত একটানা জিতেছে ছয়টি টেস্ট সিরিজ। এটাই ভারতের টানা সিরিজ জয়ের নতুন রেকর্ড। এর আগে ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত ভারত জিতেছিল পাঁচটি টেস্ট সিরিজ। বাংলাদেশের আগে ভারত হারিয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে।
ভারত অপরাজিত আছে টানা ১৯টি টেস্টে। এটাই এক অধিনায়কের নেতৃত্বে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড। এর আগে সুনীল গাভাস্কারের নেতৃত্বে ভারত জিতেছিল ১৮টি টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে কোহলি জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। অধিনায়ক হিসেবে এক মৌসুমে তিনটি ম্যাচসেরার পুরস্কার জয়ের রেকর্ডে কোহলি ছুঁয়ে ফেলেছেন ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও। কোহলির আগে ১৯৯৯-২০০০ মৌসুমে টেন্ডুলকারও অধিনায়ক হিসেবে জিতেছিলেন তিনটি ম্যাচসেরার পুরস্কার।