ফিল্ডিংই আমাদের ডুবিয়েছে : মুশফিক

ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের হারের কারণ কী, তা নিয়ে বিশ্লেষণ করলে সবার আগে উঠে আসবে ফিল্ডিংয়ের কথা। হায়দরাবাদে এই টেস্টে ক্যাচ মিস, রানআউট মিস, স্টাম্পিং মিস সবই হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম তাই এই ফিল্ডিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
সোমবার হায়দরাবাদে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অসন্তোষ প্রকাশ করে মুশফিক বলেন, ‘ফিল্ডিংই এই টেস্টে আমাদের ডুবিয়েছে। আমরা যদি ভারতকে ৫৫০-৬০০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তাহলে আমাদের জন্য একটা সুযোগ তৈরি হতো। প্রথম ইনিংসে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম।’
অবশ্য এসব ভুলে পরবর্তী সিরিজ নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই টেস্টে আমাদের যে ভুল হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কাজে লাগাতে হবে। কিছু কিছু জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে।’
তবে দলের ব্যাটিংয়ের প্রশংসা করেন মুশফিক, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। দুই ইনিংসেই আমরা ১০০ ওভারের বেশি ব্যাটিং করেছি। এমনকি টেল এন্ডাররাও দ্বিতীয় ইনিংসে লড়াকু মনোভাব দেখিয়েছে। ব্যাটে-বলে মিরাজ ভালো করেছে। তাইজুল ভালো করেছে।’
এদিকে আগামী মার্চেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।