রেকর্ডের কথা ভাবছেন না মুমিনুল
আন্তর্জাতিক ক্রিকেটে মুমিনুল হক কাটিয়েছেন মাত্র আড়াই বছর। টেস্ট অভিষেক হয়েছিল ঠিক দুই বছর আগে। তবে এই অল্প সময়েই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। পেয়েছেন ‘টেস্ট স্পেশালিস্ট’-এর তকমা। এখন পর্যন্ত মাত্র ১৪টি টেস্ট খেললেও ধারাবাহিকভাবে ভালো খেলে সবার নজর কেড়ে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বুধবার থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে দারুণ এক রেকর্ডের অংশীদার হওয়ার হাতছানি মুমিনুলের সামনে। যদিও রেকর্ড-পরিসংখ্যানে খুব বেশি আগ্রহ নেই তাঁর। এই তরুণ ক্রিকেটারের প্রধান লক্ষ্য দলের জন্য ভালো খেলা।
২০১৩ সালের অক্টোবরে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে প্রথম শতক পূর্ণ করেছিলেন মুমিনুল। সেই থেকে টানা ১১টি টেস্টে করেছেন অন্তত একটি অর্ধশতক। ভারতের বিপক্ষেও অর্ধশতকের ইনিংস খেলতে পারলে মুমিনুল স্পর্শ করবেন এবি ডি ভিলিয়ার্সের কীর্তিকে। পেছনে ফেলে দেবেন ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে।
টেস্ট ক্রিকেটে টানা অর্ধশতকের রেকর্ড এখন ডি ভিলিয়ার্সের অধিকারে। ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২টি টেস্টে অন্তত একটি ফিফটি করেছেন তিনি।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে একটি অর্ধশতক করে মুমিনুল জায়গা করে নেন ক্যারিবীয়-কিংবদন্তি রিচার্ডস এবং ভারতের দুই তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের পাশে। এখন এই তিনজনকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ মুমিনুলের সামনে। যদিও এই কীর্তি নিয়ে তিনি মোটেই ভাবছেন না। ফতুল্লা স্টেডিয়ামে প্র্যাকটিস শেষে সাংবাদিকদের মুমিনুল বলেছেন, ‘আপনারা রেকর্ডের কথা আমাকে মনে করিয়ে দিলেন। কিন্তু এর পরই আমি এটার কথা ভুলে যাব। এ নিয়ে আমার কোনো চাপ নেই। আপনারা এখান থেকে চলে যাওয়ার পর আমি এটা নিয়ে ভাববও না। ভবিষ্যতেও এটা নিয়ে ভাবার কোনো চেষ্টা করব না।’
রেকর্ডের দিক দিয়ে ডি ভিলিয়ার্সের কাছাকাছি চলে এলেও নিজেকে তাঁর সমকক্ষ বলে মনে করেন না মুমিনুল। তিনি বলেছেন, ‘আমি তাঁর ধারেকাছেও নেই। তিনি সব ধরনের ক্রিকেটের রাজা। আমি নিজেকে তাঁর প্রতিদ্বন্দ্বী বলে মনে করি না।’
১৪ টেস্টের ক্যারিয়ারে মাত্র একটি ম্যাচেই কোনো অর্ধশতক নেই মুমিনুলের, ২০১৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে। বাকি ১৩টি টেস্টে অন্তত একটি করে অর্ধশতক করেছেন তিনি। ১৪ টেস্টের ২৭ ইনিংসে ঠিক ৬০ গড়ে এক হাজার ৩৮০ রান করা মুমিনুলের ক্যারিয়ার চারটি শতক ও নয়টি অর্ধশতকে সমৃদ্ধ।