ব্যাট না নিয়েই মাঠে ব্যাটসম্যান!
ভুলোমন আর কাকে বলে! প্যাড, গ্লাভস, হেলমেট; সব কিছুই পরেছেন পরিপাটি করে। মাঠেও নেমে গেছেন ব্যাটিং করার জন্য। কিন্তু একি! হাতে যে ব্যাটটাই নিতে ভুলে গেছেন! সম্প্রতি এমন হাস্যকর দৃশ্যের দেখা মিলেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে। সেটাও আবার ঘটিয়েছেন আন্তর্জাতিক এক ক্রিকেটার।
পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফাওয়াদ আহমেদকে ব্যাটসম্যান হিসেবে খুব কমই দেখা যায়। বেশির ভাগ সময়ই ব্যাট করতে নামেন দলের শেষ ব্যাটসম্যান হিসেবে। অনভ্যাসের কারণেই হয়তো ব্যাটিং করতে নামার সময় ব্যাটটাই নিতে ভুলে গিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
মজার এই ঘটনাটি ঘটেছে ভিক্টোরিয়া বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেরফিল্ড শিল্ডের ম্যাচে। যথারীতি ১১ নম্বরে ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছিলেন ফাওয়াদ। বেশ খানিকটা এগিয়েও গিয়েছিলেন উইকেটের দিকে। কিন্তু হঠাৎই তাঁর খেয়াল হয় যে, ব্যাটটাই নিতে ভুলে গেছেন তিনি। আবার ফিরে যান সাজঘরের দিকে। সেখানে এক সতীর্থ তাঁকে এগিয়ে দেন একটা ব্যাট। সেটা নিয়ে আবার মাঠে ফিরে যান ফাওয়াদ। এ নিয়ে মাঠে কিছুক্ষণ হাসাহাসিও করেছেন দুই দলের ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফাওয়াদ। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। সবগুলোই ২০১৩ সালে। তারপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি এই লেগস্পিনার। ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই তিনি পেয়েছেন তিনটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক