সতর্ক তামিম, উদ্ধত সৌম্য
গল টেস্ট জিততে হলে বিশ্বরেকর্ড করতে হবে বাংলাদেশকে। কারণ, এই মাঠে চতুর্থ ইনিংসে তিনশ রানের বেশি করার রেকর্ড নেই কোনো দলেরই। সেখানে বাংলাদেশের দরকার ৪৫৭ রান।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে এখন পর্যন্ত ভালো করছে বাংলাদেশ। বিনা উইকেটে ৬৭ রান তুলে নিয়েছে মুশফিকের দল। সৌম্য সরকার ৫১ ও তামিম ইকবাল ১৩ রানে অপরাজিত আছেন।
৪৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম রয়েসয়ে খেললেও সৌম্য সরকার খেলছেন নিজের মতোই। দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথকে সাবলীলভাবে খেলেছেন এই ব্যাটসম্যান। মাত্র ৪২ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তামিম ড্রয়ের উদ্দেশ্যে খেললেও সৌম্যকে দেখে মনে হয়েছে ৪৫৮ রানের পাহাড় ডিঙাতে প্রস্তুত তিনি। আলোক-স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা বন্ধ রাখা হয়েছে।
এর আগে গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রান করেছে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য টাইগারদের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৪৫৭ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুটা বেশ ভালোই করে স্বাগতিক শ্রীলঙ্কা। কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান করে ফেলে দলটি। এরপরই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ। তিনি ফিরিয়ে দেন স্বাগতিক ওপেনার করুনারত্নেকে। ডিপ স্কয়ার লেগে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে করুনারত্নেকে সাজঘরে ফেরত পাঠান তাসকিন। ৩২ রান করেন করুনারত্নে।
এরপর কুশল মেন্ডিসকে নিয়ে আরো ৫৬ রান যোগ করেন থারাঙ্গা। সাকিবের বলে তাসকিনকে ক্যাচ দিয়ে ফিরে যান মেন্ডিস। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এই ইনিংসে ১৯ রান করেন। এরপর দীনেশ চান্দিমাল ও থারাঙ্গা লঙ্কার লিডটাকে বাড়াতে থাকেন। এ দুজন যোগ করেন ৬৪ রান। এ জুটিতেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন থারাঙ্গা। ১৬৪ বলে সেঞ্চুরি করেন লঙ্কান এই ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি থারাঙ্গা। মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১১৫ রান করেন তিনি। এর পর গুনারত্নেকে বোল্ড করেন সাকিব। এরপর দীনেশ চান্দিমাল ও দিলরুয়ান পেরেরার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৭৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। চান্দিমাল ৫০ ও পেরেরা ৩৩ রান করেন।

স্পোর্টস ডেস্ক