সৌম্যকে নিয়ে হাসাহাসি করছে ভারতের মিডিয়া
ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে কয়েক দিন ধরেই উত্তাল ক্রিকেট বিশ্ব। ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে রিভিউ নেওয়ার জন্য সাজঘরের পরামর্শ নিতে গিয়ে আলোড়ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। এ নিয়ে কথার লড়াই-ও বেশ জমেছিল দুই দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যে। এরই মধ্যে অদ্ভুত এক রিভিউয়ের আবেদন করে আলোচনায় এসেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তাঁর এই কাণ্ডটির জন্য রীতিমতো হাসাহাসি চলছে ভারতের গণমাধ্যমে।
ঘটনাটি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের। লঙ্কান বোলারদের ওপর বেশ চড়াও হয়েই খেলছিলেন সৌম্য। দ্রুতগতিতে রান সংগ্রহ করে পূর্ণ করেছিলেন অর্ধশতক। কিন্তু ইনিংসের ১৬তম ওভারে আসেলা গুনারত্নের দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হয়ে সাজঘরে ফিরতে হয়েছে সৌম্যকে।
গুনারত্নের বলটা মিডল ও অফস্টাম্পের মাঝামাঝি পিচ করে কিছুটা বাঁক নিয়ে আঘাত হেনেছিল অফ স্টাম্পের ওপরে। শুরুতে সৌম্য ভেবেছিলেন আম্পায়ার বুঝি কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিয়ে আউটের ইশারা করেছেন। কিন্তু বলটা যে ব্যাটে লাগেনি, সে ব্যাপারে সৌম্য ছিলেন শতভাগ নিশ্চিত। তাই সঙ্গে সঙ্গেই তিনি আবেদন করেছিলেন রিভিউয়ের। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারেন যে, তিনি আসলে বোল্ড হয়ে গেছেন।
এ নিয়ে বেশ রসিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের প্রায় প্রতিটি গণমাধ্যম। সংবাদের মধ্যে জুড়ে দেওয়া হয়েছে অনেকের টুইটার মন্তব্য। যেখানে সৌম্যকে নিয়ে করা হচ্ছে হাসাহাসি। ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম এনডিটিভির শিরোনামে বিষয়টি ‘খুবই হাস্যকর’ বলেই বিবেচনা করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের সংবাদে জুড়ে দেওয়া এক টুইটে লেখা হয়েছে, ‘বাংলাদেশের খেলোয়াড়রা বিনোদন দেওয়ার ক্ষেত্রে কখনো পিছিয়ে থাকেন না। সৌম্য সরকার ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে বোল্ড হয়ে যাওয়ার পর রিভিউ নিয়েছেন।’
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো ব্যাটিং করেই সৌম্য এসবের জবাব দেবেন- এমনটাই প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের।

স্পোর্টস ডেস্ক