ধৈর্যের পরীক্ষায় দ্রাবিড়কে হারালেন পুজারা
‘দ্য ওয়াল’! তকমাটা এমনি এমনি পাননি রাহুল দ্রাবিড়। ভারতের অনেক ম্যাচেই প্রতিপক্ষের বোলারদের সামনে দেয়াল হিসেবে দাঁড়িয়ে গেছেন কিংবদন্তি এই ব্যাটসম্যান। টেস্টে ভারতের পক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডটিও ছিল দ্রাবিড়ের দখলে। কিন্তু ধৈর্যের এই পরীক্ষায় এবার তাঁকে ছাড়িয়ে গেছেন চেতেশ্বর পুজারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে পুজারা খেলেছেন ২০২ রানের অসাধারণ এক ইনিংস। মোকাবিলা করেছেন ৫২৫টি বল। ভারতের ব্যাটসম্যান পুজারাই প্রথমবারের মতো খেললেন এক ইনিংসে ৫০০-র বেশি বল। ২০০৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্রাবিড় খেলেছিলেন ৪৯৫টি বল। সেবার তাঁর ব্যাট থেকে এসেছিল ২৭০ রানের ইনিংস।
দারুণ চাপের মধ্যে ৫২৫ বলে ২০২ রানের ইনিংসটি খেলেছেন পুজারা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩২৮ রান সংগ্রহ করতেই ভারত হারিয়েছিল ছয়টি উইকেট। কিন্তু দারুণভাবে এক প্রান্ত আগলে রেখেছিলেন পুজারা। শেষপর্যন্ত যোগ্য সঙ্গী হিসেবেও তিনি পেয়ে যান ঋদ্ধিমান সাহাকে। সপ্তম উইকেটে ঋদ্ধিমানকে সঙ্গে নিয়ে পুজারা গড়ে তোলেন ১৯৯ রানের জুটি। শেষপর্যন্ত নয় উইকেট হারিয়ে ৬০৩ রান সংগ্রহ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ভারত।
চতুর্থ দিনের একেবারে শেষপর্যায়ে অস্ট্রেলিয়ার দুটি উইকেট তুলে নিয়ে এখন জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছে কোহলি বাহিনী। দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর: ২৩/২। ভারত এগিয়ে আছে ১২৯ রানের ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক