গাড়ি দুর্ঘটনার পর আটক ‘মদ্যপ’ ভিদাল
ফুটবল মাঠে সময়টা ভালোই কাটছিল আর্তুরো ভিদালের। দুই ম্যাচে তিন গোল করে ঘরের মাঠের কোপা আমেরিকায় তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা। তবে সেই আনন্দ উদযাপন করবেন কি, চিলির এই মিডফিল্ডারকে কাটাতে হচ্ছে পুলিশের হেফাজতে! মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ভিদালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার চিলির রাজধানী সান্টিয়াগোর ঠিক বাইরে স্পোর্টস কার নিয়ে দুর্ঘটনায় পড়েন ভিদাল। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে তাঁর লাল রঙের ফেরারির চালকের আসন গুঁড়িয়ে গেছে। সে সময় ভিদালের স্ত্রীও তাঁর সঙ্গে ছিলেন। চিলির পুলিশ কর্নেল রিকার্দো গনজালেজ জানিয়েছেন, ‘অ্যালকোহলের প্রভাবে তিনি গাড়ি চালাচ্ছিলেন। তাঁকে আটক করা হয়েছে।’ ভিদালের চোট ‘সামান্য’ হলেও তাঁর স্ত্রীর চোট ‘মোটামুটি গুরুতর’ বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ভিদাল অবশ্য নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করছেন। দুর্ঘটনার পর-পরই ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। যেখানে জুভেন্টাসের এই মিডফিল্ডার বলেছেন, ‘আজ আমি একটা গাড়ি দুর্ঘটনায় পড়েছি। তবে এতে আমার কোনো দোষ নেই। আমি ঠিক আছি আর স্ত্রীও ভালো আছে। সবাইকে ধন্যবাদ।’
২৮ বছর বয়সী ভিদালের বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়া এটাই প্রথম নয়। চার বছর আগে বিনা অনুমতিতে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বাইরে রাত কাটিয়ে অনুশীলনে দেরিতে যোগ দিয়েছিলেন তিনি। কয়েকজন সতীর্থও ছিল তাঁর সঙ্গে। এই অপরাধে তাঁদের সবাইকে জাতীয় দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। গত বছর একটি নাইটক্লাবে মদ্যপ অবস্থায় গোলমালে জড়ানোর অপরাধে ভিদালকে এক লাখ ইউরো (এক লাখ ১২ হাজার ডলার) জরিমানাও করেছিল জুভেন্টাস। ইতালিয়ান চ্যাম্পিয়নদের ইতিহাসে এটাই কোনো ফুটবলারকে জরিমানা করা সর্বোচ্চ অঙ্ক।