এই হারের পর কী বলবে লঙ্কান মিডিয়া?
গলে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২৫৯ রানের বড় ব্যবধানেই হারিয়েছিল শ্রীলঙ্কা। কলম্বোয় পি সারাতে সেই শ্রীলঙ্কাই বাংলাদেশের কাছে চার উইকেটে হেরে বসে। সেটি ছিল বাংলাদেশের শততম টেস্ট। স্বাগতিকদের এই হারে পুরো শ্রীলঙ্কায় একরকম হতাশা নেমে আসে। দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররাসহ গণমাধ্যমও হেরাথ-চান্দিমালদের ব্যাপক সমালোচনা করে। দেশটির ইংরেজি দৈনিক দি আইল্যান্ড ওয়েবসাইটে সেই হারকে ‘মৃত্যুসম’ বলে উল্লেখ করে। ক্রিকেটারদের ব্যঙ্গ করে পত্রিকাটি লেখে, ‘আমরা আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি শ্রীলঙ্কান ক্রিকেটকে। ২০১৭ সালের ১৯ মার্চ দি ওভাল-এর মৃত্যু হয়েছে। তাই সব শুভানুধ্যায়ী গভীরভাবে শোকাহত। এই মৃতদেহ দাহ করা হবে এবং ছাই নিয়ে যাওয়া হবে বাংলাদেশে।’
টেস্টে এর আগে কখনই লঙ্কানদের হারাতে পারেনি বাংলাদেশ। এর আগে টেস্টে শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের হারকে ‘লজ্জা’র সঙ্গে তুলনা করেন। বাংলাদেশের বিপক্ষে হারটা ফ্লুক বলে চালিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন অনেকে। তবে এবার প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর কী বলবে শ্রীলঙ্কার মিডিয়া?
আজ দাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে তামিম ইকবালের ১২৭, সাকিব আল হাসানের ৭২ ও সাব্বির রহমানের ৫৪ রানে ভর করে ৩২৪ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ২৩৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
শততম টেস্টের হারটাকে মানতে পারেনি শ্রীলঙ্কার মিডিয়া। প্রথম ওয়ানডেতে হারের শোক সহ্য করতে পারবে তো তাঁরা?

স্পোর্টস ডেস্ক