ধারাবাহিকতা বজায় রাখতে চায় শ্রীলঙ্কা
প্রথম টেস্টে দাপুটে জয়ের পর সিরিজে আর খুব একটা খুঁজে পাওয়া যায়নি শ্রীলঙ্কাকে। দ্বিতীয় টেস্টের পর প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাটিং করেছিল শ্রীলঙ্কা। গত ম্যাচটা যেখান থেকে শেষ করেছিল, আগামীকাল সেখান থেকেই শুরু করতে চায় লঙ্কান সিংহরা। ধারাবাহিকতা রক্ষার এই চ্যালেঞ্জ নিয়ে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে থারাঙ্গার দল। টেস্টে সিরিজের মতো ওয়ানডে সিরিজটাও ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে চায় স্বাগতিকরা। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন দলের ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা।
লঙ্কান দলের এই কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার জানান, ‘এই দলটি একবারে তরুণ, তাই কিছুটা সময়ের প্রয়োজন। দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেছি আমরা। শেষ ম্যাচেও এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’ গুরুসিনহা মনে করেন, সময়ের সঙ্গে তরুণ এই দলটির অভিজ্ঞতাও বাড়বে। একদিন এই দলটিই লঙ্কান ক্রিকেটের স্বর্ণালি সময়কে ফিরিয়ে আনবে।
তিনি বলেন, ‘আমি যখন ক্রিকেটার ছিলাম, তখন জয়ের জন্য লড়াই করতে হয়েছে আমাদের। ম্যাচ খেলার সঙ্গে অভিজ্ঞা অর্জন করেছি, যেটা পরে কাজে লেগেছে। এভাবেই একদিন বিশ্বজয়ী দলে পরিণত হয়েছি আমরা। যেহেতু এই দলটা একেবারে নতুন, তাই এদের সময় তো দিতেই হবে। একসঙ্গে ২০-২৫ টেস্ট খেললে অনেক অভিজ্ঞতা হবে।’
বাংলাদেশের উদাহরণ টেনে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এমনটিই বাংলাদেশ দলের হয়েছে। ওরা কয়েক বছর ধরে প্রায় একই দল খেলাচ্ছে। যার ফলটাও হাতেনাতে পেয়েছে তারা। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই পুরো দলটা গুছিয়ে ফেলতে পারব।’
প্রথম ওয়ানডে খুব বাজে ফিল্ডিং করেছে শ্রীলঙ্কা। সিরিজ রক্ষার ম্যাচে ভালো ফিল্ডিংয়ে খুবই গুরুত্ব পূর্ণ মনে করছেন তিনি। ম্যাচ জয়ের ক্ষেত্রে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা অনুশীলনে ভালো ফিল্ডিং করছে। এখন সেটা মাঠে করে দেখাতে হবে।’ আগামীকাল সকাল ১০টায় শুরু হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক