কলম্বোতে বৃষ্টির আশঙ্কা আপাতত নেই
বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ব্যাটিংয়ে নামার সুযোগই মেলেনি বাংলাদেশের। সঙ্গী হয়েছে শুধু শেষ ওভারে তাসকিন আহমেদের হ্যাটট্রিক পাওয়ার সুখস্মৃতিই। আজ সিরিজের তৃতীয় ম্যাচেও বৃষ্টি হানা দিতে পারে কি না, সে আশঙ্কাও হয়তো আছে অনেকের মনে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, কলম্বোতে আপাতত নেই বৃষ্টির শঙ্কা।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশকে। আজো শুরুতে বোলিং করবেন মাশরাফি-মুস্তাফিজরা। তবে এবার আর টস হেরে নয়, টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৯০ রানের দাপুটে জয়। ডাম্বুলাতেই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের উল্লাসে মেতে উঠতে চেয়েছিল মাশরাফি বাহিনী। কিন্তু বৃষ্টির বাধায় সেটা আর সম্ভব হয়নি। শ্রীলঙ্কা অবশ্য বাংলাদেশের সামনে রেখেছিল ৩১২ রানের দুরুহ লক্ষ্য। তবে সেই বাধা বাংলাদেশের ব্যাটসম্যানরা পেরোতে পারবেন কিনা, সেই পরীক্ষাটাই হয়নি বৃষ্টির কারণে। আজ তৃতীয় ওয়ানডের সকালে বৃষ্টির কোনো আভাস না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতেও পারে। দুপুর বা বিকেল নাগাদ আবার আসতে পারে বৃষ্টির যন্ত্রণা।
আজ কলম্বোতে তৃতীয় ম্যাচ জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যেন কোনোভাবেই বৃষ্টির কারণে ভেস্তে না যায়, এমন প্রার্থনাই নিশ্চয়ই করবেন ক্রিকেটপ্রেমীরা।

স্পোর্টস ডেস্ক