বাংলাদেশকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কার যুবারা
এমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরেছে মুমিনুল হকের দল। আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কান বোলারদের তোপের সামনে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
সহজ জয়ের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কার কাজটা কঠিন করে তুলেছিল বাংলাদেশের বোলাররা। প্রথম পাঁচ ওভারেই লঙ্কানদের দুই উইকেট তুলে নেন সাইফুদ্দিন ও নাঈম হাসান। পেসার সাইফুদ্দিন ফেরান চন্দ্রগুপ্তকে। এরপর স্পিনার নাঈম ফিরিয়ে দেন শেহান জয়াসুরিয়াকে। ১৫ রানে দুই উইকেট হারানো লঙ্কানদের টেনে তোলেন সামারাবিক্রম ও আসালাঙ্কা। ১৬৫ রানের জুটি বেঁধে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তাঁরা। সামারাবিক্রম ৮৮ ও আসালাঙ্কা ৮৩ রানে অপরাজিত থাকেন।
এর আগে সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। সেখানে ব্যাট হাতে খুব একটা ভালো নৈপুণ্য দেখাতে পারেনি যুবারা। নাসির হোসেন, সাইফউদ্দিনদের ছোট ছোট কয়েকটি ইনিংসে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১৭৯ রান।
লঙ্কান বোলারদের ভালো নৈপুণ্যের সামনে শুরু থেকেই চাপের মুখে ছিল বাংলাদেশ। ২৫ ওভারের মধ্যে ৭৭ রান জমা করতেই হারিয়েছিল পাঁচটি উইকেট। ষষ্ঠ ওভারে টানা তিন বলে আফিফ হোসেন, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে আউট করে হ্যাটট্রিক করেছিলেন আসিথা ফার্নান্দো। রানের খাতাই খুলতে পারেননি মুমিনুল ও শান্ত। ছয় নম্বরে ব্যাট করতে নেমে অভিজ্ঞ ব্যাটসম্যান নাসির খেলেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। শেষপর্যায়ে সাইফউদ্দিনের ৩৭ ও আবুল হাসানের ২৩ রানের ছোট দুটি ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৭৯ রান জমা করতে পারে বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে দারুণ বোলিং করে মাত্র ৩২ রান খরচে চারটি উইকেট নিয়েছেন ফার্নান্দো। একটি করে উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন চামিকা করুনারত্নে, আমিলা আপোনসু, লাহিরু সামারাকুন, ওয়ান্নিডু ডি সিলভা ও অ্যাঞ্জেলো পেরেরা।

স্পোর্টস ডেস্ক