এবার ক্যারিবীয় লিগে খেলবেন মিরাজ
গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে দারুণ পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়েন তিনি। চমৎকার কয়েকটি রেকর্ড গড়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যান তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। এ ধারাবাহিকতায় ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
তারই পুরস্কার পেলেন এবার মিরাজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পাচ্ছেন তরুণ এই অলরাউন্ডার। তাঁকে দলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি স্পিনার ব্র্যাড হগকে এই দলে আগে নিয়েছিল ত্রিনবাগো নাইট। কিন্তু হগ এই মৌসুমে সিপিএলে খেলতে চান না। তাই অস্ট্রেলীয় ক্রিকেটারের বদলি হিসেবে মিরাজকে দলে নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিএল কর্তৃপক্ষ এই খবরটি জানিয়েছে।
সব কিছু ঠিকভাবে হলে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মিরাজ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন। সাকিব খেলবেন জ্যামাইকা তালওয়াসের হয়ে। গতবারও এই দলের হয়ে খেলেছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
মিরাজের দলে অন্য বিদেশি খেলোয়াড়রা হলেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, কলিন মানরো, শাদাব খান ও হামজা তারিক। ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ভাইয়েরা ও সুনীল নারাইনও আছেন ত্রিনবাগোতে।
আগামী ১ আগস্ট মাঠে গড়াবে এবারের সিপিএল। ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর।

ক্রীড়া প্রতিবেদক