নাসিরের শতকে মোহামেডানকে হারাল গাজী
বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। গত নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের দলেও ছিলেন না তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো করে সে উপেক্ষার জবাবটা ভালোভাবেই দিচ্ছেন অলরাউন্ডার নাসির হোসেন।
এবার ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জ্বলে উঠলেন নাসির। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে অসাধারণ একটি সেঞ্চুরি করে শুধু নিজের ঝুলিটাই সমৃদ্ধ করেননি, হারিয়ে দিয়েছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকেও।
অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে মোহামেডান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২০ রান তুলেছে। আফগান ক্রিকেটার রহমত শাহ (৭৮) ও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের (৫২) অর্ধশতকে এই সংগ্রহ গড়ে মোহামেডান।
জবাবে এনামুল হক বিজয়ের (৫৪) অর্ধশতক ও অধিনায়ক নাসির হোসেনের হার-না-মানা সেঞ্চুরিতে (১০৬) মাত্র তিন উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছায় গাজী গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর :
মোহামেডান : ৫০ ওভারে ২২০/৮ (শামসুর ৩৫, রনি তালুকদার ৯, রকিবুল হাসান ১০, রহমত ৭৮, মিরাজ ৫২, কামরুল রাব্বি ১৬*। শফিউল ১/৩৮, আলাউদ্দিন ২/৪০, আবু হায়দার ১/৪৪, মেহেদি ২/২৯)।
গাজী গ্রুপ : ৩৭ ওভারে ২২৩/৩ (এনামুল ৫৪, মুমিনুল ২, নাসির ১০৬*, রসুল ৫৩*। তাইজুল ২/৬১, মিরাজ ০/৪১, কামরুল রাব্বি ০/২৩, রহমত ১/২৪)।
ফল : গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ : নাসির হোসেন।

ক্রীড়া প্রতিবেদক