আইপিএলের কল্যাণে তাঁরা কোটিপতি!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলে তারকা খ্যাতিতো আছেই, সঙ্গে রাতারাতি কোটিপতি হওয়ার দারুণ সুযোগ। এমন দুজন ক্রিকেটারের নাম বলা যায়, যাঁরা এবারের আইপিএলে নাম লিখিয়ে কোটিপতি হয়ে গেছেন।
তাঁরা হলেন-থাঙ্গারাসু নটরাজন ও মোহাম্মদ সিরাজ। এর আগে এই দুই ক্রিকেটারের কেউ নাম শুনেছেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এই দুই ক্রিকেটারের গল্প শোনা যাক, এই দুই ক্রিকেটার একেবারেই তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছ্নে। এঁদেরই একজন নটরাজন, যিনি তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। মূলত মিডিয়াম পেসার। আর ব্যাটহাতেও যে খুব ভালো সেটাও বলা যাবে না।
অথচ এই নটরাজনকে কিংস ইলাভেন পাঞ্জাব দলভুক্ত করেছে তিন কোটি রূপিতে। তাঁর বাবা রেলে কুলির কাজ করেন। মা সবজি বিক্রেতা। পারিবারিকভাবে অসচ্ছল হলেও এখন তাঁর আর্থিক স্বপ্নপূরণ হয়েছে আইপিএলে সুযোগ পেয়ে।
নটরাজনের এই ঘটনার সঙ্গে বেশ মিল রয়েছে সিরাজের। হায়দরাবাদের হয়ে রঞ্জিতে খেলেছেন তিনি। ডান হাতি এই মিডিয়াম পেসারদুই কোটি ৬০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিলে খেলছেন।
নটরাজন চলমান আইপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে তিন ওভার বল করে ২৬ রান দিয়ে এক উইকেট পান। আর দ্বিতীয় ম্যাচে মাত্র এক ওভার বল করে ১৩ রান দেন। অবশ্য সিরাজ আইপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।

ক্রীড়া প্রতিবেদক