এসপানিওল-বাধা পেরিয়ে গেল বার্সেলোনা
ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিতই হয়ে গেছে। এবারের মৌসুমে মানরক্ষার জন্য তাই লা লিগার শিরোপা যেকোনো মূল্যেই জিততে চায় বার্সেলোনা। এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেই সম্ভাবনাও জাগিয়েছে কাতালানরা। গতকাল শনিবার তারা পেরিয়ে গেছে আরো একটি কঠিন বাধা। কাতালান ডার্বিতে এসপানিওলকে হারিয়েছে ৩-০ গোলে। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ।
এসপানিওলের মাঠে প্রায় পুরো ম্যাচেই ছিল বার্সেলোনার দাপট। তবে গোলের দেখা পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের। ৫০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন সুয়ারেজ। ৭৬ মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করে দেন ইভান রাকিতিচ। আর ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। ৩-০ গোলের এই জয় দিয়ে এখনো বার্সেলোনা আছে পয়েন্ট তালিকার শীর্ষে।
৩৫ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৮১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের ঘরেও জমা হয়েছে এই ৮১ পয়েন্ট। তবে রিয়াল অবশ্য বার্সেলোনার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। ফলে নিজেদের শেষ চারটি ম্যাচ জিততে পারলে বার্সাকে টপকে চ্যাম্পিয়ন হয়ে যাবে রিয়াল। অন্যদিকে বার্সেলোনাকে বাকি তিনটি ম্যাচ তো জিততেই হবে, সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন রিয়াল মাদ্রিদ অন্তত একটি ম্যাচে হারের মুখ দেখে।
নিজেদের শেষ তিনটি ম্যাচ বার্সেলোনাকে খেলতে হবে ভিলারিয়াল, লাস পালমাস ও এইবারের বিপক্ষে। আর রিয়াল মাদ্রিদের শেষ চারটি ম্যাচের প্রতিপক্ষ গ্রানাডা, সেভিয়া, সেল্তা ভিগো ও মালাগা। এর মধ্যে সেভিয়া বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবেই হাজির হয়ে যেতে পারে রিয়ালের সামনে।

স্পোর্টস ডেস্ক