ইতিহাস গড়া হলো না পাকিস্তানের
অথচ কেবল পাকিস্তানের জয়টাই সম্ভব মনে হচ্ছিল। তবে ক্যারিয়ারের সেরা বোলিংটা লুকিয়ে রেখেছিলেন গ্যাব্রিয়েল শ্যানন। এমন একসময় খোলস থেকে বের হলেন এই পেসার, যখন তাঁর দল বিরল এক লজ্জার সামনে দাঁড়িয়ে। ৬৫ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিততে পারেনি পাকিস্তান। এবার সিরিজ জয়ের একেবারেই কাছে ছিল এশিয়ার দেশটি। তবে তেমনটা হতে দিলেন না গ্যাব্রিয়েল শ্যানন, অধিনায়ক জেসন হোল্ডার ও আলজেরি জোশেফ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ৮১ রানে অলআউট করে দিয়ে ১০৬ রানে দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ।
ইয়াসির শাহর বোলিং তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানে অলআউট হয়ে গেলে পাকিস্তানের সামনে ১৮৮ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায়। সহজ এ লক্ষ্যটাকেই দুরূহ করে তোলেন ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাক। শ্যানন-হোল্ডার-জোশেফের গোলার সামনে টিকতে পারেনি মিসবাহ-ইউনিসরা। দলীয় ১০ রানে আজহার আলিকে আউট করে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন গ্যাব্রিয়েল। এর পর বাবর আজম ও ইউনিস খানকে ফেরান হোল্ডার ও জোশেফ। একটা সময় ৩৬ রানেই সাত উইকেট হারিয়ে বসে টেস্টে নিজেদের ৫৩ রানের সর্বনিম্ন রানের ইনিংসটাকে হুমকির মুখে ফেলে দেয় পাকিস্তান। তবে অষ্টম উইকেটে ৪২ রান যোগ করে পাকিস্তানকে লজ্জার হাত থেকে রক্ষা করেন সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আহমেদ। শেষ পর্যন্ত মাত্র ৮১ রানে অলআউট হয় পাকিস্তান।
ক্যারিবীয়দের পক্ষে ১১ ওভারে ১১ রান দিয়ে ৫ উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল। এ ছাড়া তিনটি উইকেট নেন জেসন হোল্ডার আর দুটি নেন আলজারি জোসেফ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করেছিল ৩১২ রান। জবাবে আজহার আলির সেঞ্চুরি (১০৫) ও মিসবাহ-উল হকের ৯৯ রানে ভর করে ৩৯৩ রানে প্রথম ইনিংস শেষ করে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান করেই অলআউট হয়ে যায়।

স্পোর্টস ডেস্ক