সাদমান-শুভাগতর হাত ধরে আবাহনীর জয়
ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয় পেয়েছে আবাহনী লিমিটেড। সাদমান ইসলামের অসাধারণ শতক ও শুভাগত হোমের স্পিন জালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১০৭ রানে হারে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে সাদমানের সেঞ্চুরিতে ৪৯.২ ওভারে ৩০৫ রান করে অলআউট হয় আবাহনী। জবাবে ব্যাটিংয়ে নেমে শুভাগত হোমের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।
৩০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল প্রাইম ব্যাংকের। মেহেদী মারুফ ও শানাজ আহমেদের ব্যাটে আসে ৫০ রান। সাইফুদ্দিনের বলে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন শানাজ। ২৫ রান করেন এই ব্যাটসম্যান। এরপর ধ্বংসযজ্ঞের শুরু করেন শুভাগত। জাকির হোসেনকে দিয়ে শুরু করেন। এরপর রাফাতুল্লাহ মোহাম্মদ, তাইবুর রহমান, নাহিদুল ও আল আমিনকে ফিরিয়ে দিয়ে প্রাইম ব্যাংককে একাই হারিয়ে দেন শুভাগত। ৭৫ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৬১ রানে অপরাজিত ছিলেন সালমান হোসেন। এ ছাড়া আল-আমিন ও মেহেদী মারুফ উভয়েই ৩১ রান করেন। ৯.৫ ওভারে ৪৭ রান দিয়ে ৫ উইকেট নেন শুভাগত হোম।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী। লিটন দাস ও সাদমান ইসলাম গড়েন ১১৯ রানের উদ্বোধনী জুটি। নাহিদুল ইসলামের বলে ভাঙে জুটিটা। ৬৩ বলে ৬৫ রান করে আউট হন লিটস দাস। তবে অন্যপ্রান্তে ঠায় দাঁড়িয়ে যান সাদমান। এরপর সাইফ হাসানকে নিয়ে আরো ১০১ রান যোগ করেন এই ব্যাটসম্যান। ৫১ রান করে ফিরে আসেন সাইফ। শেষ পর্যন্ত দলীয় ২২৬ রানে প্যাভিলিয়নে ফেরেন সাদমান। ১০০ বলে ১০৩ রান করেন তিনি। নয়টি চার ও তিনটি ছয় হাঁকান সাদমান। অন্যদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ২২ রান করেন। এ ছাড়া শুভাগত হোম করেন ২৩ রান। প্রাইম ব্যাংকের আল-আমিন ও আরিফুল হক নেন তিনটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক