ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/01/28/photo-1422513654.jpg)
ফুটবল ফেডারেশনের আয়োজনে বাংলাদেশে সর্বশেষ কবে আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল, তার স্মৃতিচারণা করতে বসলে অনেকখানি পিছিয়ে যেতে হবে। ১৯৯৯ সালে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপের পর আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেনি বাফুফে। দীর্ঘ প্রতীক্ষা শেষে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ।
অথচ এক সময় আগা খান গোল্ডকাপ ও প্রেসিডেন্ট কাপের মতো দুটো জনপ্রিয় প্রতিযোগিতা নিয়মিত হতো। ১৯৭৫ সালে প্রথম আসরের পর ১৯৭৭ ও ১৯৭৯, ১৯৮১ সালে আগা খান গোল্ডকাপ হয়েছিল। আশির দশকের নিয়মিত টুর্নামেন্ট প্রেসিডেন্ট কাপ ১৯৮৯ সালের পর আলোর মুখ দেখেনি।
এই দুটি টুর্নামেন্টের মতো বঙ্গবন্ধু কাপও হারিয়ে যেতে বসেছিল। গত দুই বছরে বেশ কয়েকবার ঘোষণা দিলেও কিছুতেই টুর্নামেন্টটা আয়োজন করতে পারছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলপ্রেমীদের সৌভাগ্য, শেষ পর্যন্ত এই প্রতিযোগিতার ভাগ্যে শিডকে ছিঁড়েছে!
যদিও টুর্নামেন্টে ছয়টি দলের মধ্যে চারটিই খেলবে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। শুধু স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় দল অংশ নিচ্ছে। বাফুফে অবশ্য তাতেই খুশি। মাত্র দুটি জাতীয় দল খেললেও প্রতিযোগিতার জন্য তাদের বাজেট ১৫ কোটি টাকা।
প্রায় ১৬ বছর পর বাফুফের আয়োজনে আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। তবে বাংলাদেশে এর মধ্যে আন্তর্জাতিক ফুটবলের আসর বসেছিল। ঢাকায় অনুষ্ঠিত ২০০৩ সালের পঞ্চম এবং ২০০৯ সালের অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক অবশ্য বাফুফে নয়, দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন ছিল।