নতুন চুক্তি হলে কত বছর মায়ামিতে থাকবেন মেসি?
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। ইতোমধ্যে দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। কিন্তু আর্জেন্টাইন ফুটবল জাদুকর এখনই ক্লাব ফুটবল ছাড়ছেন না। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের দ্বারপ্রান্তে আছেন তিনি। কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকলেও শিগগিরই একাধিক বছরের চুক্তি চূড়ান্ত হতে পারে। সূত্রের মাধ্যমে এমনটিই জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।
দুই পক্ষের মধ্যে আলোচনার শেষ পর্যায়ে রয়েছে নতুন চুক্তির বিষয়টি। চুক্তি চূড়ান্ত হলে তা পাঠানো হবে মেজর লিগ সকারের (এমএলএস) অনুমোদনের জন্য।
এর আগে মেসিকে ঘিরে অন্য লিগে যাওয়ার গুঞ্জন থাকলেও, ইন্টার মায়ামি ও মেসি—দু’পক্ষই মাঠের ভেতরে ও বাইরে তাদের সম্পর্ক ধরে রাখতে আগ্রহী ছিল।
২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। দক্ষিণ ফ্লোরিডার ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের শেষ পর্যন্ত আড়াই বছরের চুক্তি স্বাক্ষর করেন তিনি। মায়ামিতে যোগ দেওয়ার পরপরই বদলে দেন ক্লাবের ভাগ্য। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এনে দেন লিগস কাপের প্রথম শিরোপা। এরপর তার নেতৃত্বেই ইন্টার মায়ামি এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে এবং জিতে নেয় ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড।
আটবারের ব্যাল ডি’অরজয়ী এই তারকা যেই ক্লাবেই গেছেন সেখানেই আলো ছড়িয়েছেন। তার ধারাবাহিকতা ধরে রেখেছেন ইন্টার মায়ামির জার্সিতেও। মায়ামির হয়ে সব মিলিয়ে মেজর লিগ সকারে ৪৬ ম্যাচে তার গোল ৪১টি, গোলে সহায়তা ২৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে করেছেন ৫৪ গোল।
২০২৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ২৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪ গোল। ক্লাবের সর্বোচ্চ গোলদাতা তিনিই।
ইন্টার মায়ামির স্বত্বাধিকারীদের একজন ও ধনকুবের হোর্হে মাস এর আগে ইএসপিএনকে জানিয়েছিলেন, মেসি যেন নতুন চুক্তিতে সই করতে এবং দক্ষিণ ফ্লোরিডা থেকেই অবসর নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে মায়ামি।

স্পোর্টস ডেস্ক