আমলার দখলে কোহলির আরেকটি রেকর্ড

ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে বিরাট কোহলি প্রথমে রেকর্ড গড়বেন আর পরে হাশিম আমলা সেটি ভাঙবেন। কয়েক বছর ধরে এমন চিত্রই দেখছে ক্রিকেটবিশ্ব। এর আগে সবচেয়ে কম ম্যাচ খেলে তিন ও চার হাজার রানের রেকর্ডটি আমলার দখলে ছিল। ধারাবাহিকতা রক্ষায় পাঁচ হাজার রানের রেকর্ডটি কোহলির কাছ থেকে কেড়ে নেন প্রোটিয়া ব্যাটসম্যান। এরপর কম ম্যাচে ছয় হাজার রানের রেকর্ডটিও গড়েন ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। তবে সেটিও দখল করেন আমলা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কোহলির গড়া সবচেয়ে কম ম্যাচ খেলে সাত হাজার রানের রেকর্ডটিও কেড়ে নিলেন হাশিম আমলা।
সাত হাজার রান করতে কোহলি খেলেন ১৬১ ম্যাচ। কোহলির চেয়ে ১১ ম্যাচ কম খেলেই রেকর্ডটা দখলে নিলেন আমলা। এই প্রোটিয়া ব্যাটসম্যানের চোখ এখন স্বদেশি এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডে। ১৮২ ম্যাচে আট হাজার রান পূর্ণ করেন এবি। সেই রেকর্ড ভাঙতে আরো ৩১টি ম্যাচ পাচ্ছেন আমলা। প্রোটিয়া এই ওপেনার যেভাবে তেড়েফুঁড়ে এগোচ্ছেন, তাতে ক্রিকেটের আরো অনেক রেকর্ডই তাঁর দখলে যাবে, এটা বলা মোটেও বাতুলতা হবে না।
কম ম্যাচে খেলে কোহলির সাত হাজার রানের রেকর্ডটা ভাঙলেও আমলা কিন্তু সময়ের হিসাবে কোহলির চেয়ে এখনো খানিকটা পিছিয়ে। সাত হাজার রান পূর্ণ করতে কোহলি খেলেন সাত বছর ১৯২ দিন। সেখানে আমলাকে খেলতে হয়েছে নয় বছর ৮১ দিন। কোহলি আর তিন ম্যাচে ২৪৫ রান করলে সবচেয়ে কম ম্যাচে আট হাজার রান করা ডি ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসাবেন।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে হারলেও তৃতীয় ম্যাচটা জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করে প্রোটিয়া পেসারদের দাপটে মাত্র ১৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ৫৪ বলে ১১টি চারে ৫৫ রান করেন আমলা।