রোনালদো স্বার্থপর নয় : বেনজেমা

ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে বহু পুরোনো একটা অভিযোগ রয়েছে। আর সেটা হলো তিনি স্বার্থপর। নিজে গোল করতেই বেশি ভালোবাসেন তিনি। সতীর্থরা গোল করলে খুব একটা উল্লাস দেখান না। এমনকি দল জিতলেও তিনি গোল না পেলে শোকে ম্রিয়মাণ ও মুখ গোমড়া করে থাকেন এই রিয়াল তারকা। তবে রোনালদোর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিলেন তারই সতীর্থ করিম বেনজেমা। ফরাসি এই মিডফিল্ডার জানিয়ে দিলেন, রোনালদো কখনই স্বার্থপর নয়। তিনি গোল করতে চান, এটা সত্য, তবে দলের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত থাকেন সিআরসেভেন।
এ মৌসুমে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই পাঁচ বছর পর লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। গতবারের মতো এবারও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছে লস ব্লাঙ্কোসরা। ৪৬ ম্যাচে ৪২ গোল করে রিয়ালের এই অসাধারণ সাফল্যের অন্যতম কারিগর ক্রিস্টিয়ানো রোনালদো। বেনজেমাও স্বীকার করে নিচ্ছেন সতীর্থের এমন অবদান। তিনি বলেন, ‘রোনালদো সত্যিই অসাধারণ। ও রিয়ালের জন্য যা করেছে, সেগুলো ভাবলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।’ এরপরই মাঠে রোনালদোর আচরণ সম্পর্কে প্রশ্ন করা হয় ফরাসি এই তারকাকে। জানতে চাওয়া হয়, রোনালদো কি আসলেই স্বার্থপর?
করিম বেনজেমা বলেন, ‘জানি না মানুষ কোন বিচারে এসব গুজব ছড়ায়। আমার বলার কিছুই নেই। সে অসাধারণ একজন মানুষ। মাঠে একে অপরকে দারুণ বুঝি আমরা। সে বলটাকে কাছে রাখতে চায় কারণ, তাঁর কাছ থেকে বল কেড়ে নেওয়া খুবই কঠিন। সে কখনো স্বার্থপর নয়। তবে তাঁর গোলক্ষুধা অনেক।’
এ মৌসুমটা করিম বেনজেমারও ভালো কেটেছে। ৪৮ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, কোচ জিনেদিন জিদান যেভাবে চেয়েছেন, ঠিক সেভাবেই নিজেকে দলের জন্য উজাড় করে দিয়েছেন বেনজেমা।