ম্যাকগ্রা-মুরালিদের পাশে রশিদ খান
ক্রিকেট বিশ্ব এখন মজে আছে চ্যাম্পিয়নস ট্রফিতে। ভালো উত্তাপও ছড়াচ্ছে ওয়ানডে ক্রিকেটের সেরা আট দলের এই লড়াই। অনেকটা অগোচরেই একটা ওয়ানডে সিরিজের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। আর সেখানে অসাধারণ বোলিং করে নজর কেড়েছেন আফগানিস্তানের তরুণ লেগস্পিনার রশিদ খান। সাত উইকেট নিয়ে প্রায় একাই ধ্বসিয়ে দিয়েছেন উইন্ডিজ ব্যাটিং অর্ডার। আফগানিস্তান পেয়েছে ৬৩ রানের দারুণ জয়।
এবারের আইপিএলে দারুণ বোলিং করে নজর কেড়েছিলেন রশিদ খান। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই লেগস্পিনার। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮.১ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে নিয়েছেন সাতটি উইকেট। ওয়ানডের সেরা বোলিং ফিগারের তালিকায় এখন রশিদের নাম আছে চতুর্থ স্থানে। আফগান এই বোলার নাম লিখিয়েছেন গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরনদের মতো কিংবদন্তিদের পাশে।
ওয়ানডেতে সাত বা তার বেশি উইকেট এই নিয়ে দেখা গেল মাত্র ১২ বার। রশিদের চেয়ে ভালো বোলিং ফিগার আছে মাত্র তিনজনের। গ্লেন ম্যাকগ্রা ১৫ রানের বিনিময়ে নিয়েছিলেন সাত উইকেট। শহীদ আফ্রিদি সাত উইকেট নিয়েছিলেন মাত্র ১২ রান খরচে। আর ওয়ানডেতে একবারই আট উইকেট নেওয়ার কীর্তি চামিন্দা ভাসের। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৯ রান দিয়ে আট উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক এই পেসার।
এ ছাড়া রশিদের আগে এক ম্যাচে সাত উইকেট নেওয়ার কীর্তি আছে মুরালিধরন, আকিব জাভেদ, ওয়াকার ইউনুসদের মতো তারকা বোলারদের।

স্পোর্টস ডেস্ক