অস্ত্রোপচারের পর ভালো আছেন রুবেল
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারের পর দরজার সঙ্গে ধাক্কা খান পেসার রুবেল হোসেন। আচমকা আঘাত লাগার কারণে কান ও বাঁ চোখের মাঝখান থেকে হাড় সরে যায় রুবেলের। শুরুতে চোটের বিষয়ে গুরুত্ব না দিলেও পরে যন্ত্রণা বাড়ে এই পেসারের। শেষমেশ কাঁচি-ছুরির নিয়ে যেতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত অস্ত্রোপচারও সফল হয়েছে তাঁর। সুস্থতার জন্য সমর্থকদের দোয়া চেয়েছেন এই টাইগার পেসার।
বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে রুবেল হোসেন এ তথ্য জানান হয়। স্ট্যাটাসে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, অপারেশন ভালো হয়েছে... সবাই রুবেল ভাই-এর জন্য দোয়া করবেন... আবার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন... ইনশাআল্লাহ।’
এর আগে নিজের চোট নিয়ে রুবেল বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের পর হোটেলে রুমের দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। তবে তখন খুব বেশি ব্যথা অনুভব হয়নি। তাড়াহুড়োর মধ্যে দেশে ফেরায় ফিজিওকে বিষয়টি জানানো হয়নি। তবে ব্যথাটা বাড়ায় ডাক্তার দেখাই।’
রুবেলের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘দরজার সঙ্গে ধাক্কা লেগে নাকি এই ব্যথা পেয়েছে। কানের পাশে হাড়টা সামান্য নিচে নেমে গেছে। ছোট একটা অস্ত্রোপচার লাগবে। সেটা তাড়াতাড়িই করে ফেললে আশা করছি খুব বেশিদিন সুস্থ হতে সময় লাগবে না।’
মাঠে ফিরতে কত দিন সময় লাগতে পারে রুবেলের? বিসিবির এই চিকিৎসক জানান, এক মাসের মতো সময় লাগতে পারে এই পেসারের ফিরতে। এদিকে, আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া দল। ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। এরপর ২৭ থেকে ৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
১০ জুলাই অস্ট্রেলিয়া সফরের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফিরতে চান রুবেল। এ সফর নিয়ে টাইগার পেসার বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে চাই। চেষ্টা করব নিজের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য।’