জয়ে শুরু শেখ রাসেলের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে দারুণ সূচনা করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে সহজেই হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খালেকুরজ্জামান সবুজের গোলে এগিয়ে গিয়েছিল শেখ রাসেল। ম্যাচের ৩৩ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। মাঝ মাঠ থেকে আসা একটি বল দুই ডিফেন্ডারের মাঝ থেকে নিখুঁত হেডে জালে জড়ান তিনি।
ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় লাগেনি সাবেক চ্যাম্পিয়নদের। ৩৬ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে।
দুই গোল হজমের পর কিছুটা জেগে ওঠে গত লিগে পঞ্চম হওয়া মুক্তিযোদ্ধা। প্রথমার্ধের ইনজুরি করা সময়ে দুর্ভাগ্যের কারণে ম্যাচে ফেরা হয়নি তাদের। ডান দিকে থেকে সৈকত মাহমুদ মুন্নার শট পোস্টে লেগে ফিরে আসে।
৭৮ মিনিটে শেখ রাসেলের গোল ব্যবধান আরো বড় হয়। মিডফিল্ডার আলমগীর কবির রানা কাট ব্যাকে বল জালে পাঠাতে মোটেও ভুল করেননি গাম্বিয়ান সিসে। এটি দলের পক্ষে তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোল।
শেষ পর্যন্ত এই তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। ঝুলিতে পুরে মূল্যবান তিনটি পয়েন্ট।