মদ্রিচের বিদায়ে সতীর্থদের আবেগঘন বার্তা

রিয়াল মাদ্রিদের একটা প্রজন্ম দেখেছিল কেবলই হাহাকার। কাড়ি কাড়ি অর্থ খরচ করেও আসছিল না সাফল্য। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বারবার বিদায়, লা লিগায় বার্সেলোনার আধিপত্যের কাছে অসহায়ত্ব। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন করে আবার ক্লাব ফুটবলের সেরা ক্লাবটিকে ইতিহাসের পাতায় নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন যে কজন, লুকা মদ্রিচ তাদের অন্যতম।
মাদ্রিদের মাঝমাঠের জাদুকর বলা হতো তাকে। সেই তিনি সব জাদু দেখিয়ে থামার ঘোষণা দিয়েছেন। আসন্ন ক্লাব বিশ্বকাপ শেষেই বিদায় বলবেন রিয়াল মাদ্রিদকে, বুধবার (২২ মে) মদ্রিচ নিজেই জানিয়েছেন। তার বিদায়ের খবরে ফুটবল দুনিয়ায় ঝড় উঠেছে। স্মৃতিচারণে ব্যস্ত হয়ে পড়েছেন মাদ্রিদে মদ্রিচের সাবেক ও বর্তমান সতীর্থরা।
যে তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে টনি ক্রুস, সার্জিও রামোস, করিম বেনজেমারা যেমন আছেন; তেমনি বর্তমান সতীর্থ জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়ররাও পিছিয়ে নেই।
বিদায়ের ঘোষণায় দেওয়া মদ্রিচের ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, লুকা। তোমার সঙ্গে ক্লাবে অনেকগুলো মুহূর্ত কাটানোটা ছিল সম্মানের। আগামীর গন্তব্যের জন্য শুভকামনা।’
করিম বেনজেমা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। কী দুর্দান্ত খেলোয়াড়। সর্বকালের সেরা নাম্বার টেন।’
রিয়ালের মাঝমাঠে মদ্রিচের সবচেয়ে বড় বন্ধু টনি ক্রুস। এক বছর আগে তিনিও ছেড়েছিলেন সাদা জার্সির ডেরা। ক্রুস লিখেছেন, ‘কী চমৎকার যাত্রা, বন্ধু।’
জুড বেলিংহাম বলেন, ‘তোমার সতীর্থ হওয়ার ভার কতটা তা আমি বুঝতে পারছি। এটি সম্মানের। তোমার জাদু কখনও অবাক করতো না আমাদের। আমার দুঃখের জায়গাটা এই, একজন অসাধারণ সতীর্থ হারাচ্ছি।’
ভিনিসিয়াস বোধহয় বলেছেন সবার মনের অব্যক্ত কথাগুলো—‘তোমাকে বিদায় বলাটা ভীষণ কঠিন। একজন কিংবদন্তির সঙ্গে বেশ কয়েক বছর একই ড্রেসিংরুম ভাগ করেছি। অনেক কিছু শিখেছি। তোমাকে এখন থেকেই মিস করছি মনে হচ্ছে। সবকিছুর জন্য ধন্যবাদ, মাস্টার। তোমাকে অনেক ভালোবাসি।’