তাহলে কি পিএসজিতেই যাচ্ছেন নেইমার?

তাহলে পিএসজিতেই যাচ্ছেন নেইমার? ফরাসি ক্লাবটির সঙ্গে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে আগামী মঙ্গলবার প্যারিসে যাচ্ছেন ব্রাজিল তারকা। এমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা ও যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম। বর্তমানে একটি স্পন্সরশিপ চুক্তি সারতে চীনে রয়েছেন নেইমার। ফেরার পথে পিএসজির মালিক আল খেলাইফি কাতারির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। মঙ্গলবারই প্যারিসে নেইমারের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা।
কাতারের গণমাধ্যম 'আল ওয়াতন' জানিয়েছে, চুক্তির বিষয় নিশ্চিত করতেই খেলাইফির সঙ্গে দেখা করবেন নেইমার। এর পরই নাকি ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নেইমারের পিএসজিতে আসার বিষয়টি ঘোষণা করা হবে। বার্সেলোনা অবশ্য ইতিমধ্যে নেইমারের আশা বাদ দিয়েছে। নতুন মৌসুমে ব্রাজিল ফরোয়ার্ডের বদলে আতলেতিকো মাদ্রিদের অ্যান্তনিও গ্রিজম্যান, লিভারপুলের ফিলিপে কৌতিনহোকে দলে ভেড়ানোর চেষ্টা করছে কাতালান ক্লাবটি।
ইতিমধ্যে জানা গেছে, ২২২ মিলিয়ন ডলারে নেইমারকে কিনছে পিএসজি। নেইমার নাকি তাঁর কয়েকজন সতীর্থকে বার্সেলোনা ছাড়ার বিষয়টি নিশ্চিতও করেছেন। আসলে কয়েক মাস ধরে বার্সায় ভালো সময় যাচ্ছে না নেইমারের। কর ফাঁকির মামলা নিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। এর পরই বার্সেলোনার ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েন তিনি। তখন থেকেই নতুন ঠিকানা খুঁজছিলেন নেইমার। আর অনেক আগে থেকেই নেইমারের বিষয়ে মুখিয়ে ছিল পিএসজি। শোনা যাচ্ছে, এই চুক্তির পেছনে সবচেয়ে বড় অবদান নাকি পিএসজির অধিনায়ক ও ব্রাজিলের তারকা ডিফেন্ডার থিয়েগো সিলভার।
২২২ মিলিয়ন ডলারের এই বিশাল অর্থটা কিস্তিতে শোধ করবে পিএসজি। প্রথমেই ১০০ মিলিয়ন ইউরো শোধ করার পর বাকিটা চার বছরে শোধ করবে প্যারিসের দলটি। নেইমারের সঙ্গে ব্যক্তিগত স্পন্সরশিপ চুক্তি করবে পিএসজির মালিক ওরিক্স কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ। এর ফলে ব্রাজিল তারকাকে সরাসরি কোনো অর্থ দিতে হবে না পিএসজিকে।