আতলেতিকোকে হারিয়ে শেষ চারে বার্সা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/01/29/photo-1422519949.jpg)
ম্যাচজুড়ে ছিল দুই দলের খেলোয়াড়দের উত্তপ্ত বাক্যবিনিময়। মাঠের লড়াইয়ের পরতে পরতেও ছিল উত্তেজনা আর রোমাঞ্চ। নেইমারের জোড়া গোলে সেই লড়াইয়ে বার্সেলোনা বিজয়ী। বুধবার রাতে আতলেতিকো মাদ্রিদকে ফিরতি লেগে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে উঠেছে বার্সা। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল কাতালানরা।
আতলেতিকোর মাঠ এস্তাদিও ভিসেন্তে কালদেরনে কিক-অফের পরপরই স্বাগতিক সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। ম্যাচের প্রথম মিনিটেই আতলেতিকোকে এগিয়ে দেন ফার্নান্দো তোরেস। তবে নবম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে বার্সাকে সমতায় ফেরান নেইমার।
৩০ মিনিটে আবার লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকোর গোল। হুয়ানফ্রানকে হাভিয়ের মাসচেরানো ফাউল করলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। টিভি রিপ্লে অবশ্য দেখিয়েছে, ফাউলটা হয়েছে বক্সের বাইরে।
রাউল গার্সিয়া পেনাল্টি থেকে আবার এগিয়ে দিলেও আতলেতিকো স্বস্তিতে থাকতে পারেনি। মুহুর্মুহু আক্রমণে স্বাগতিকদের ডিফেন্স একেবারে তছনছ করে দেয় বার্সা।
৩৮ মিনিটে কর্নার থেকে সার্জিও বুস্কেতসের ফ্লিক বিপদমুক্ত করতে গিয়ে উল্টো জালে জড়িয়ে দেন আতলেতিকোর ডিফেন্ডার মিরান্দা। সমতায় ফিরে উজ্জীবিত বার্সা তিন মিনিট পর ম্যাচে প্রথমবারের মতো এগিয়েও যায়।
একটি পাল্টা আক্রমণ থেকে একজনকে কাটিয়ে লিওনেল মেসি বল বাড়ান বক্সের বাঁ দিকে থাকা জর্দি আলবার উদ্দেশে। আলবার ক্রস থেকে গোল করতে সমস্যা হয়নি নেইমারের।
বিরতিতে মাঠ ছাড়ার সময় দুই দলের খেলোয়াড়দের কথাকাটাকাটি কারো দৃষ্টি এড়ায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আতলেতিকোর গ্যাবি ফার্নান্দেজকে লাল কার্ড পর্যন্ত দেখিয়েছেন রেফারি।
স্বাগতিকরা অবশ্য ১০ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। ৮৪ মিনিটে মারিও সুয়ারেজের দ্বিতীয় হলুদ কার্ড ৯ জনের দলে পরিণত করে স্বাগতিকদের।