শেখ জামালের জয়রথ ছুটছেই

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের জয়রথ ছুটছেই। আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। এবার তারা হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল জিতেছে ২-১ গোলে।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। ডান দিক থেকে এনামুল হকের কর্নারে গাম্বিয়ান ফরোয়ার্ড মোমোদুর হেডে বল ঠিকানা খুঁজে পায় জালে।
গোলের সমতা ফেরাতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে শেখ জামালের। ৩৭ মিনিটে খালেকুজ্জামানের অসাধারণ গোলে প্রথমার্ধে খেলা ১-১ গোলে সমতা নিয়ে আসে শেখ রাসেল। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এই ব্যবধানে যখন খেলা শেষ হওয়ার পথে, তখনই আরেকটি গোল আদায় করে নেয় শেখ জামাল। ইনজুরি সময়ে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ডি বক্সের বাইরে থেকে মোমোদুর কাছ থেকে বল পেয়ে সলোমন কিং চমৎকার শটে বল জালে পাঠান। তাই টানা তিন ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে আসরটি শুরু করে শেখ জামাল। দ্বিতীয় ম্যাচে তারা ১-০ গোলে জিতেছে বিজেএমসির বিপক্ষে।
আর শেখ রাসেল প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ড্র করে তারা।