মৌসুমের শুরুতেই শিরোপা জয়ের স্বাদ রিয়ালের

মাসখানেকের বিরতির পর আবার পুরোদমে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল মৌসুম। গতবারের মতো এবারও রিয়াল মাদ্রিদ হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল। ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।
উয়েফা সুপার কাপে মুখোমুখি হয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগজয়ী দুই দল। সে হিসেবে এবার মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল ও ইউরোপা লিগজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড।
গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পর এবারের মৌসুমেও শুরুটা দারুণভাবে করেছে রিয়াল মাদ্রিদ। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বেশির ভাগ সময় মাঠে না থাকলেও হোসে মরিনিয়োর ম্যানচেস্টার ইউনাইটেডকে রিয়াল হারিয়েছে ২-১ গোলে। ঘরে তুলেছে উয়েফা সুপার কাপের শিরোপা।
২৪ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ক্যাসেমিরো। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছিল রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন ইসকো। ৫২ মিনিটের মাথায় বল জড়িয়ে দেন ম্যানইউর জালে। ৬২ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছিলেন রোমেলু লুকাকু। এর পর আর কেনো গোলের দেখা পায়নি কোনো দলই। ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
উয়েফা সুপার লিগে স্প্যানিশ ক্লাবগুলোর শিরোপা জয় যেন একটা রীতিতেই দাঁড়িয়ে গেছে। সর্বশেষ নয়টি সুপার কাপের আটটিই জিতেছে স্পেনের শীর্ষ ক্লাবগুলো। ব্যতিক্রম শুধু বায়ার্ন মিউনিখ। ২০১৩ সালের উয়েফা সুপার কাপ উঠেছিল বায়ার্নের ট্রফি কেসে। এ ছাড়া ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে এই শিরোপা জিতেছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদও জিতেছে তিনবার। ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে। আর আতলেতিকো মাদ্রিদ জিতেছে ২০১০ ও ২০১২ সালে।