ব্রাজিলের জয়, উরুগুয়ে-আর্জেন্টিনার গোলশূন্য ড্র

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেই ফেলেছে ব্রাজিল। বাছাইপর্বের শেষ তিনটি ম্যাচে হারলেও কোনো সমস্যা নেই নেইমারদের। তবে একের পর এক জয় ঠিকই তুলে নিচ্ছে সেলেসাওরা। বাছাইপর্বের ১৫তম রাউন্ডেও ব্রাজিল ২-০ গোলের জয় পেয়েছে ইকুয়েডরের বিপক্ষে। অন্যদিকে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকার অন্যতম দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও উরুগুয়ে।
১৫ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বের গ্রুপে সবার ওপরে আছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানও অনেক। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া। ২৪ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে তৃতীয় স্থানে। ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানের দখল নিয়েছে চিলি ও আর্জেন্টিনা।
লাতিন আমেরিকার এই দশ দলের গ্রুপ থেকে প্রথম চারটি দল সরাসরি পেয়ে যাবে বিশ্বকাপের টিকেট। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফ। ফলে সরাসরি বিশ্বকাপে যাওয়ার জন্য বাকি তিনটি ম্যাচে জিততে হবে আর্জেন্টিনাকে। উরুগুয়ে ও চিলিও সর্বোচ্চ চেষ্টা করবে প্রথম চারটি দলের মধ্যে থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার। খুব বেশি পিছিয়ে নেই ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা পেরু ও প্যারাগুয়েও। তাদের ঘরে জমা হয়েছে ২১ পয়েন্ট করে। ফলে বাকি তিনটি ম্যাচের একটিতে হোঁচট খেলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হবে আর্জেন্টিনার।